পাওনা টাকা নিয়ে বিরোধে কিশোরকে হত্যা, একজনের ১০ বছরের কারাদণ্ড
Published: 29th, July 2025 GMT
নওগাঁর সাপাহার উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কুদরত আলী নামের এক কিশোরকে হত্যার দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
২০১৩ সালের ৭ জুন সাপাহার উপজেলার বিদ্যানন্দী গ্রামের বিননকান্দেরা মাঠে কুদরত আলী (তৎকালীন বয়স ১৫) ও অপর কিশোরের (তৎকালীন বয়স ১৬) মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে অভিযুক্ত কিশোর কুদরতকে কোলে তুলে আছাড় মারেন। আহত অবস্থায় কুদরতকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কুদরতের বাবা সাপাহার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় অভিযুক্ত ব্যক্তি আদালতে উপস্থিত ছিলেন। বর্তমানে তাঁর বয়স ২৭ বছর। তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি রেজাউল করিম। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক জানিয়েছেন, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘শফিউল বারী বাবু ছিলেন আন্দোলনের প্রেরণা’
বিএনপির দুঃসময়ে যখন অনেকেই পাশে ছিলেন না, তখন শফিউল বারী বাবু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি বলেন, “বাবু ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের আদর্শ, আমাদের প্রেরণা এবং একজন শিক্ষক। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে তার অবদান বিএনপি পরিবার কখনো ভুলবে না।”
সোমবার (২৮ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের হাজী আমজাদ মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ সব কথা বলেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বাবুর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন ভুলু, জেলা কমিটির সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সেলিম ও সদস্য সচিব গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।
২০২০ সালের ২৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু। রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ সরকারের সময় তাকে একাধিকবার কারাবরণ করতে হয়।
ঢাকা/লিটন/বকুল