নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছি: নাহিদ ইসলাম
Published: 29th, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছন, “আমরা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়নের লড়াই চালিয়ে যাচ্ছি। যারা মুজিববাদে বিশ্বাসী, তাদের বিচার করা হবে। আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছি।”
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গণঅভ্যুত্থান সমাবেশে এসব কথা বলেন।
গাজীপুরের স্থানীয় প্রশাসনের দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, “গাজীপুরের সন্ত্রাসীরা মহড়া দিয়ে আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু, গোপালগঞ্জের মাটিতে যেমন বাধা টপকে গেছি, তেমনই গাজীপুরের মাটিতেও আমরা এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমাদের পদযাত্রা চলবে।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা তাদের বক্তব্যে ‘গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের’ স্মরণ করে উপস্থিত জনতাকে তাদের পাশে থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিলে এনসিপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে শুধু একনজর দেখতে এসেছিলেন নাহিদ ইসলাম ও সারজিস আলমকে।
দোয়া মাহফিল শেষে এনসিপি নেতারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে আয়োজিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশে রওনা হন।
ঢাকা/রফিক সরকার/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হ দ ইসল ম এনস প
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন