অপারেশনের তিন মাস পর থেকে দুই নাকই বন্ধ হয়ে গেছে, কী করব?
Published: 31st, July 2025 GMT
প্রশ্ন: আমি পুরুষ, বয়স ২৮ বছর। প্রায় দুই বছর ধরে আমার এক নাক বন্ধ, এক নাক দিয়ে। টেনে শ্বাস নিতে হয়, মাঝেমধ্যে বুকে চাপ লাগে। ঘুমের সময় মুখ হাঁ করেও শ্বাস নিই। গত বছরের মে মাসে নাকের হিট সার্জারি করাই। তিন মাস ভালো ছিলাম। তারপর থেকে দুই নাক দিয়ে আগের মতো শ্বাস নিতে পারি না। চিকিৎসকের কথামতো নানা ওষুধ খেয়েছি (বিস্তারিত পাঠালাম), চলতি মাসে ইনফ্লুয়েঞ্জার টিকাও নিয়েছি। আমার আর কী করার আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক
আরও পড়ুনসর্দিতে নাক বন্ধ হলে ঘরোয়া চিকিৎসা কী?০৪ ডিসেম্বর ২০২৩পরামর্শ: আপনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আপনার এক নাক বন্ধ এবং শ্বাস নিতে সমস্যা হয়। উল্লিখিত সমস্যা কয়েকটি ভিন্ন কারণে হয়ে থাকে। নাকের হাড় বাঁকা, মাংস বৃদ্ধি বা পলিপ থাকলে এই ধরনের সমস্যা দেখা দেয়। শ্বাস নিতে কষ্ট, বুকে চাপ ও ব্যথা অনুভবের কথাও বলেছেন। এ ক্ষেত্রে এক্স–রে, সিটি স্ক্যানসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। আপনি যে সার্জারির কথা বুঝিয়েছেন, তাঁর নাম হিট সার্জারি না, সেটি হলো হাইপারট্রফি অব ইনফেরিয়র টারবিনেট সার্জারি। এই পদ্ধতিতে আপনার নাকের মাংস কমানো হয়েছে। এটি স্থায়ী কোনো সমাধান নয়। ছয় মাস বা এক বছরের মধ্যে আবার মাংস বৃদ্ধি হয়ে আগের অবস্থায় ফিরে আসে।
আপনি যে টিকার কথা উল্লেখ করেছেন, তা অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত হয়। আপনার অ্যালার্জিজনিত কী কী সমস্যা রয়েছে, তা অ্যালার্জি প্যানেল টেস্টের মাধ্যমে জেনে নিতে পারেন। আপনি কিছু ওষুধের নাম লিখেছেন। এগুলো কত দিন ধরে খাচ্ছেন উল্লেখ করেননি। অনেক ক্ষেত্রে দেখা যায়, মন্টিলুকাস বেশি দিন ধরে খেলে পার্শ্বপ্রতিক্রিয়ায় নাকের মাংস পেছনের দিকে ফুলে যায়। ডক্সোফাইলিন কেন খাচ্ছেন? কাশির সমস্যা রয়েছে কি না, উল্লেখ করলে বুঝতে সুবিধা হতো। বিলাস্টিন এবং ফেক্সোফিনাডাইন দীর্ঘদিন খেলে নাক ড্রাই হয়ে যায়। আপনি কি এগুলো চিকিৎসকের পরামর্শ মেনে খাচ্ছেন? নাকি নিজের ইচ্ছেমতো? নিজের খেয়ালখুশিতে ওষুধ খাবেন না। যেহেতু আপনার সমস্যাটি অনেক পুরোনো, তাই সময় নষ্ট না করে দ্রুত একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে সুচিকিৎসা গ্রহণ করুন।
আরও পড়ুনঘন ঘন ঠান্ডা লাগে যাঁদের২৫ জুন ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে