প্রশ্ন: আমি পুরুষ, বয়স ২৮ বছর। প্রায় দুই বছর ধরে আমার এক নাক বন্ধ, এক নাক দিয়ে। টেনে শ্বাস নিতে হয়, মাঝেমধ্যে বুকে চাপ লাগে। ঘুমের সময় মুখ হাঁ করেও শ্বাস নিই। গত বছরের মে মাসে নাকের হিট সার্জারি করাই। তিন মাস ভালো ছিলাম। তারপর থেকে দুই নাক দিয়ে আগের মতো শ্বাস নিতে পারি না। চিকিৎসকের কথামতো নানা ওষুধ খেয়েছি (বিস্তারিত পাঠালাম), চলতি মাসে ইনফ্লুয়েঞ্জার টিকাও নিয়েছি। আমার আর কী করার আছে?

নাম প্রকাশে অনিচ্ছুক

আরও পড়ুনসর্দিতে নাক বন্ধ হলে ঘরোয়া চিকিৎসা কী?০৪ ডিসেম্বর ২০২৩

পরামর্শ: আপনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আপনার এক নাক বন্ধ এবং শ্বাস নিতে সমস্যা হয়। উল্লিখিত সমস্যা কয়েকটি ভিন্ন কারণে হয়ে থাকে। নাকের হাড় বাঁকা, মাংস বৃদ্ধি বা পলিপ থাকলে এই ধরনের সমস্যা দেখা দেয়। শ্বাস নিতে কষ্ট, বুকে চাপ ও ব্যথা অনুভবের কথাও বলেছেন। এ ক্ষেত্রে এক্স–রে, সিটি স্ক্যানসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। আপনি যে সার্জারির কথা বুঝিয়েছেন, তাঁর নাম হিট সার্জারি না, সেটি হলো হাইপারট্রফি অব ইনফেরিয়র টারবিনেট সার্জারি। এই পদ্ধতিতে আপনার নাকের মাংস কমানো হয়েছে। এটি স্থায়ী কোনো সমাধান নয়। ছয় মাস বা এক বছরের মধ্যে আবার মাংস বৃদ্ধি হয়ে আগের অবস্থায় ফিরে আসে।

আপনি যে টিকার কথা উল্লেখ করেছেন, তা অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত হয়। আপনার অ্যালার্জিজনিত কী কী সমস্যা রয়েছে, তা অ্যালার্জি প্যানেল টেস্টের মাধ্যমে জেনে নিতে পারেন। আপনি কিছু ওষুধের নাম লিখেছেন। এগুলো কত দিন ধরে খাচ্ছেন উল্লেখ করেননি। অনেক ক্ষেত্রে দেখা যায়, মন্টিলুকাস বেশি দিন ধরে খেলে পার্শ্বপ্রতিক্রিয়ায় নাকের মাংস পেছনের দিকে ফুলে যায়। ডক্সোফাইলিন কেন খাচ্ছেন? কাশির সমস্যা রয়েছে কি না, উল্লেখ করলে বুঝতে সুবিধা হতো। বিলাস্টিন এবং ফেক্সোফিনাডাইন দীর্ঘদিন খেলে নাক ড্রাই হয়ে যায়। আপনি কি এগুলো চিকিৎসকের পরামর্শ মেনে খাচ্ছেন? নাকি নিজের ইচ্ছেমতো? নিজের খেয়ালখুশিতে ওষুধ খাবেন না। যেহেতু আপনার সমস্যাটি অনেক পুরোনো, তাই সময় নষ্ট না করে দ্রুত একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে সুচিকিৎসা গ্রহণ করুন।

আরও পড়ুনঘন ঘন ঠান্ডা লাগে যাঁদের২৫ জুন ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উল ল খ আপন র সমস য

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ