অপারেশনের তিন মাস পর থেকে দুই নাকই বন্ধ হয়ে গেছে, কী করব?
Published: 31st, July 2025 GMT
প্রশ্ন: আমি পুরুষ, বয়স ২৮ বছর। প্রায় দুই বছর ধরে আমার এক নাক বন্ধ, এক নাক দিয়ে। টেনে শ্বাস নিতে হয়, মাঝেমধ্যে বুকে চাপ লাগে। ঘুমের সময় মুখ হাঁ করেও শ্বাস নিই। গত বছরের মে মাসে নাকের হিট সার্জারি করাই। তিন মাস ভালো ছিলাম। তারপর থেকে দুই নাক দিয়ে আগের মতো শ্বাস নিতে পারি না। চিকিৎসকের কথামতো নানা ওষুধ খেয়েছি (বিস্তারিত পাঠালাম), চলতি মাসে ইনফ্লুয়েঞ্জার টিকাও নিয়েছি। আমার আর কী করার আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক
আরও পড়ুনসর্দিতে নাক বন্ধ হলে ঘরোয়া চিকিৎসা কী?০৪ ডিসেম্বর ২০২৩পরামর্শ: আপনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আপনার এক নাক বন্ধ এবং শ্বাস নিতে সমস্যা হয়। উল্লিখিত সমস্যা কয়েকটি ভিন্ন কারণে হয়ে থাকে। নাকের হাড় বাঁকা, মাংস বৃদ্ধি বা পলিপ থাকলে এই ধরনের সমস্যা দেখা দেয়। শ্বাস নিতে কষ্ট, বুকে চাপ ও ব্যথা অনুভবের কথাও বলেছেন। এ ক্ষেত্রে এক্স–রে, সিটি স্ক্যানসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। আপনি যে সার্জারির কথা বুঝিয়েছেন, তাঁর নাম হিট সার্জারি না, সেটি হলো হাইপারট্রফি অব ইনফেরিয়র টারবিনেট সার্জারি। এই পদ্ধতিতে আপনার নাকের মাংস কমানো হয়েছে। এটি স্থায়ী কোনো সমাধান নয়। ছয় মাস বা এক বছরের মধ্যে আবার মাংস বৃদ্ধি হয়ে আগের অবস্থায় ফিরে আসে।
আপনি যে টিকার কথা উল্লেখ করেছেন, তা অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত হয়। আপনার অ্যালার্জিজনিত কী কী সমস্যা রয়েছে, তা অ্যালার্জি প্যানেল টেস্টের মাধ্যমে জেনে নিতে পারেন। আপনি কিছু ওষুধের নাম লিখেছেন। এগুলো কত দিন ধরে খাচ্ছেন উল্লেখ করেননি। অনেক ক্ষেত্রে দেখা যায়, মন্টিলুকাস বেশি দিন ধরে খেলে পার্শ্বপ্রতিক্রিয়ায় নাকের মাংস পেছনের দিকে ফুলে যায়। ডক্সোফাইলিন কেন খাচ্ছেন? কাশির সমস্যা রয়েছে কি না, উল্লেখ করলে বুঝতে সুবিধা হতো। বিলাস্টিন এবং ফেক্সোফিনাডাইন দীর্ঘদিন খেলে নাক ড্রাই হয়ে যায়। আপনি কি এগুলো চিকিৎসকের পরামর্শ মেনে খাচ্ছেন? নাকি নিজের ইচ্ছেমতো? নিজের খেয়ালখুশিতে ওষুধ খাবেন না। যেহেতু আপনার সমস্যাটি অনেক পুরোনো, তাই সময় নষ্ট না করে দ্রুত একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে সুচিকিৎসা গ্রহণ করুন।
আরও পড়ুনঘন ঘন ঠান্ডা লাগে যাঁদের২৫ জুন ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//