মানুষকে বাদ দিয়ে জুলাইয়ের চেতনা ধরে রাখা যাবে না
Published: 2nd, August 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানে সব শ্রেণি-পেশার মানুষ একাত্ম হয়েছিলেন। এই চেতনা ধরে রাখতে হলে সাধারণ মানুষের কথা শুনতে হবে। মানুষকে বাদ দিয়ে জুলাইকে ধরে রাখা যাবে না। যারা বিভাজন তৈরি করে জুলাই সংগ্রামের নিজস্ব মাপকাঠি তৈরি করে অন্যদের সরিয়ে দিচ্ছে, তারাই একসময় থাকবে না। জনগণই দেশকে সব সময় উদ্ধার করেছে, ভবিষ্যতেও করবে।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর উপলক্ষে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন: জুলাই গণ-অভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আজ শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরে ‘দৃশ্যমাধ্যম সমাজ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রও দেখানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, জুলাই মানুষের একটি অভ্যুত্থান। মানুষকে সম্পৃক্ত রাখা না গেলে জুলাইকে ধরে রাখা যাবে না। অন্যায়–অবিচার হলে মানুষ মেনে নেয় না। কিন্তু সেই মানুষ কোথায়। যদি মনে করা হয় যে মানুষ আসবে, প্রতিবাদ করবে, অভ্যুত্থান সংগঠিত করবে এবং পরে চলে যাবে। তাহলে সেটা আর গণ থাকে না।
এই অধ্যাপক আরও বলেন, জুলাইকে (চেতনা) বাঁচিয়ে রাখতে হবে। মানুষের কথা বলার জায়গা রাখতে হবে। জুলাইয়ের যে রাজনৈতিক ভাষা ছিল, সেটা আর নেই। পুরোনো কিছু আক্রমণাত্মক ভাষায় ফিরে এসেছে। জুলাইতে নানা শ্রেণির মানুষের ঐক্য ছিল। এখন প্রচণ্ড বিভাজন দেখা যাচ্ছে। নারীকে আলাদা করা হচ্ছে, মানুষকে প্রান্তিকীকরণ করা হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান জুলাইয়ের সময়ের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, জুলাই নিয়ে বিভাজন চলছে, কেনাবেচা হচ্ছে। এসব জুলাইয়ের চেতনার সঙ্গে যায় না। ছাত্র-জনতা রক্ত দিয়েছে। শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল বসবাসের উপযোগী একটা নগর যেখানে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এই প্রান্তিক মানুষ, প্রাণ-প্রকৃতি-পরিবেশ কোনো সংস্কার আলোচনায় নেই।
আদিল মুহাম্মদ খানের মতে, একধরনের আপসকামিতা হয়ে গেছে। জুলাইয়ের কথা ছিল সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার। তিনি আশা প্রকাশ করেন, সুন্দর দেশ গড়তে এই দৃশ্যমাধ্যম সমাজ আরও ভূমিকা রাখবে।
দৃশ্য মাধ্যম সমাজ ২০২৪ সালের ১ আগস্ট রাজধানীর ফার্মগেটে আওয়ামী লীগ সরকারের জুলুম–নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশ করে। সেই বিক্ষোভে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, সেই সমাবেশ থেকে স্লোগান আসছিল, ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। এ স্লোগানগুলো দিচ্ছিলেন, যাঁদের পর্দায় দেখা যায় তাঁরা। সেদিন মনে হয়েছিল, শেখ হাসিনা আর নেই।
উমামা বলেন, এ দেশের সংগ্রামগুলো হয়েছে জনতার মাধ্যমে। সব সংগ্রামে জনতাই ছিল। তারা দেশকে উদ্ধার করেছে। সামনেও তাঁরাই করবে। তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে জনগণ বয়ান তৈরি করেছে। কিন্তু ৫ আগস্টের পর তা উল্টে গেছে। যারা ক্ষমতায় আছে, তারা নিজেদের মতো করে বয়ান তৈরি করছে। সংগ্রামের মানদণ্ড ঠিক করছে। যারা সেখানে ‘ফিট’, তারাই বিপ্লবী। যারা আরেকজনকে ‘নাই’ করে দিতে চায়, তারাই ‘নাই’ হয়ে যাবে।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ ভাইয়ের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, যে রকম দেশের প্রত্যাশা ছিল তা দেখছেন না। পুলিশ তাঁর ভাইকে হত্যা করেছে। তিনি বলেন, সরকারকে অনেক প্রশ্ন করার আছে। সরকারের কাছে হিসাব বুঝে নিতে হবে। তবে তিনি আশাহত হতে চান না বলে উল্লেখ করেন।
শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসী আরা জামান বলেন, এ আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের মায়েরা, স্ত্রীরা নানা সমস্যায় ভুগছেন। স্ত্রীদের বলা হচ্ছে, ‘আপনারা কয়েক দিন পর বিয়ে করবেন। টাকার দরকার কী। এ ধরনের কথা কেন শুনতে হবে?’
সূচনা বক্তব্যে চলচ্চিত্র নির্মাতা আকরাম খান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক নেতৃত্বের আন্দোলন ছিল না। এটা ছিল ছাত্র-জনতার অভ্যুত্থান।
গত এক বছরে রাজনীতির মাঠে অতি ডান পন্থার আশঙ্কাজনক উত্থান দেখা যাচ্ছে উল্লেখ করে আকরাম খান বলেন, সব ক্ষেত্রে বৈষম্য প্রকট হচ্ছে। অতি হতাশা বা অতি আশাবাদ এ দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। অন্যায়–অবিচারের বিরুদ্ধে চুপ না থেকে বৈষম্যহীন দেশ গড়তে সংগ্রাম জারি রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জুলাই শিখিয়েছে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে যত বড় অপশক্তি হোক, পতন ঘটবে। বিপ্লব শুধু বন্দুক দিয়ে হয় না, ক্যামেরা, কলম, ক্যানভাস দিয়েও হয়। এই অভ্যুত্থান থেমে যায়নি।
শিল্প ইতিহাসবিদ ও সংগঠক আমিরুল রাজীবের সঞ্চালনায় এ পর্বে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাসান আশরাফ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনা এম সিদ্দিকী। এ আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আলোকচিত্রী তাসলিমা আখতার প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে আলোচনা সভার পাশাপাশি চলচ্চিত্র ও তথ্যচিত্র দেখানো হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বব দ য ন বল ন
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।
দরকারি তথ্যআবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদন ফি: এক হাজার টাকা
মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)
//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতাযেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।
কোর্সের বিস্তারিতশুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।
শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।
২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।
৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।
৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।
পরীক্ষার বিষয়১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের
২. মৌলিক গণিত ২৫ নম্বরের
৩. ইংরেজি ১০ নম্বরের
৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫
৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫
৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫