গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরের ভোটিং প্যানেলে নির্বাচিত হয়েছেন পাঁচ বাংলাদেশি। তাঁরা হলেন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, কনটেন্ট অফিসার আদর রহমান; সাংবাদিক জনি হক, সাংবাদিক মনজুরুল আলম ও সাংবাদিক পার্থ সন্‌জয়।
গতকাল শুক্রবার রাতে বাংলাদেশসহ ৮৪ দেশের ৩৮৯ ভোটারের তালিকা প্রকাশ করেছে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্রগুলো দেখে ভোট দেবেন এই প্যানেলের ভোটাররা। তাঁদের ভোটেই চূড়ান্তভাবে মনোনয়ন ও বিজয়ী নির্বাচিত হবে।
সাদিয়া খালিদ রীতি চতুর্থবারের মতো ভোটিং প্যানেলে রয়েছেন, তিনি এক যুগ ধরে সাংবাদিকতা করছেন। বর্তমানে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের কালচারাল এডিটরের দায়িত্বে রয়েছেন। তিনি কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি জুরির দায়িত্বও পালন করেছেন।

আদর রহমান তৃতীয়বার এই ভোটিং প্যানেলে নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন প্রথম আলোয় কাজ করেছেন। তিনি কান চলচ্চিত্র উৎসব কাভার করেছেন। তিনি এখন চরকির কনটেন্ট অফিসারের দায়িত্বে রয়েছেন।

দ্বিতীয়বারের মতো ভোটিং প্যানেলে রয়েছেন সাংবাদিক জনি হক ও মনজুরুল আলম। দুই যুগ ধরে সাংবাদিকতা করছেন জনি হক। কান চলচ্চিত্র উৎসব কাভার করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি পরিচিত।
মনজুরুল আলম ৯ বছর ধরে বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে প্রথম আলোর কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

আরও পড়ুনগোল্ডেন গ্লোব, কার হাতে কোন পুরস্কার০৬ জানুয়ারি ২০২৫

আর এবার প্রথমবারের মতো প্যানেলে রয়েছেন সাংবাদিক পার্থ সঞ্জয়। তিনিও কান চলচ্চিত্র উৎসবে সংবাদ সংগ্রহ করেছেন।
২০২৬ সালের ১১ জানুয়ারি বসবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব কর ছ ন

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মবের’ পিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ে আজ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ