গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরের ভোটিং প্যানেলে নির্বাচিত হয়েছেন পাঁচ বাংলাদেশি। তাঁরা হলেন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, কনটেন্ট অফিসার আদর রহমান; সাংবাদিক জনি হক, সাংবাদিক মনজুরুল আলম ও সাংবাদিক পার্থ সন্‌জয়।
গতকাল শুক্রবার রাতে বাংলাদেশসহ ৮৪ দেশের ৩৮৯ ভোটারের তালিকা প্রকাশ করেছে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্রগুলো দেখে ভোট দেবেন এই প্যানেলের ভোটাররা। তাঁদের ভোটেই চূড়ান্তভাবে মনোনয়ন ও বিজয়ী নির্বাচিত হবে।
সাদিয়া খালিদ রীতি চতুর্থবারের মতো ভোটিং প্যানেলে রয়েছেন, তিনি এক যুগ ধরে সাংবাদিকতা করছেন। বর্তমানে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের কালচারাল এডিটরের দায়িত্বে রয়েছেন। তিনি কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি জুরির দায়িত্বও পালন করেছেন।

আদর রহমান তৃতীয়বার এই ভোটিং প্যানেলে নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন প্রথম আলোয় কাজ করেছেন। তিনি কান চলচ্চিত্র উৎসব কাভার করেছেন। তিনি এখন চরকির কনটেন্ট অফিসারের দায়িত্বে রয়েছেন।

দ্বিতীয়বারের মতো ভোটিং প্যানেলে রয়েছেন সাংবাদিক জনি হক ও মনজুরুল আলম। দুই যুগ ধরে সাংবাদিকতা করছেন জনি হক। কান চলচ্চিত্র উৎসব কাভার করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি পরিচিত।
মনজুরুল আলম ৯ বছর ধরে বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে প্রথম আলোর কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

আরও পড়ুনগোল্ডেন গ্লোব, কার হাতে কোন পুরস্কার০৬ জানুয়ারি ২০২৫

আর এবার প্রথমবারের মতো প্যানেলে রয়েছেন সাংবাদিক পার্থ সঞ্জয়। তিনিও কান চলচ্চিত্র উৎসবে সংবাদ সংগ্রহ করেছেন।
২০২৬ সালের ১১ জানুয়ারি বসবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব কর ছ ন

এছাড়াও পড়ুন:

‘কাঁচামিঠে ফলের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রাজধানীর বাংলা মোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে শিশুসাহিত্যিক অমিত কুমার কুণ্ডুর শিশুতোষ ছড়ার বই ‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠানের আয়োজনে ছিল বইটির প্রকাশনা সংস্থা পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড।

শিক্ষাবিদ, গবেষক ও কলামিস্ট সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক রফিকুর রশীদ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক দন্ত্যস রওশন, লোকসংস্কৃতিবিদ তপন বাগচী, শিশুসাহিত্যিক সঙ্গীতা ইমাম, কথাসাহিত্যিক মনি হায়দার। অনুষ্ঠানে বক্তারা বইটির বিভিন্ন দিক তুলে ধরেন।

আরো পড়ুন:

নদী স্মৃতিনির্ভর সংকলন গ্রন্থ ‘আমার নদী’ প্রকাশিত 

রাজশাহীতে বইপড়ায় কৃতিত্বের পুরস্কার পেল ২৩০৩ শিক্ষার্থী

প্রধান অতিথির আলোচনায় রফিকুর রশীদ বলেন, “১২৪টি ফলের ওপর লেখা এই বইয়ের ছড়াগুলো কেবল পাঠকের রসাস্বাদনই করাবে না, শিশু শিক্ষামূলক এই ছড়াগুলো রসোত্তীর্ণও বটে।”

তিনি দেশের প্রকাশকদের অংশগ্রহণের ওপর জোর দিয়ে বলেন,“প্রকাশকদের বেশি বেশি এরকম প্রকাশনা উৎসব আয়োজন করা উচিত।”

বইটির ব্যতিক্রমী আকৃতির দিকে ইঙ্গিত করে দন্ত্যস রওশন বলেন, “পাঠক তৈরির প্রয়াসেই পাঞ্জেরী পাবলিকেশন্স এমন ক্ষুদ্রাকৃতির ও নতুন নতুন সাইজের বইয়ের ধারণা বাজারে আনছে। এটা সাধুবাদ পাওয়ার যোগ্য।”

শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেন, “শিক্ষার দুটো দিক রয়েছ।একটি হলো ট্রাডিশনাল, যা আমরা পড়েছি, আপনারাও পড়েন। আরেকটি  হলো জাঁ জ্যাক রুশোর পদ্ধতি। তিনি বলেছে, প্রকৃতির সঙ্গে শেখা।রবীন্দ্রনাথ যা বিশ্বভারতীর মাধ্যমে করিয়ে দেখিয়েছেন।অমিত কুমার কুণ্ডুর ছড়ার বইটি সে রকমই।এর মাধ্যমে প্রকৃতির সান্নিধ্য লাভ করবে শিশুরা ও ওরা শিখবে। এরকম বই প্রকাশ করার জন্য প্রকাশকে ধন্যবাদ। আমাদের প্রকাশকদের এ ধরনের বই বেশি বেশি করতে হবে।”

কাঁচামিঠে ফলের ছড়া বইটির পাতায় পাতায় দেশি-বিদেশি বিচিত্র ফলের পরিচয়, পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা নান্দনিক অলংকরণে ছন্দে-ছড়ায় তুলে ধরা হয়েছে। বইটি থেকে ছড়া আবৃত্তি করে বাচিক শিল্পী জান্নাতুল ফেরদৌস মুক্তা।

অনুষ্ঠান শেষে ছিল মৌসুমী ফল দিয়ে অতিথিদের অ্যাপায়নের ব্যবস্থা।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • মোশাররফ করিমের ২৪ মিনিটের সিনেমা যুক্তরাষ্ট্রের উৎসবে
  • ১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
  • চুয়েটে দিনভর তারুণ্যের ‘তর্ক-যুদ্ধ’
  • ‘কাঁচামিঠে ফলের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন
  • জুলাইয়ের ১১ নাটক নিয়ে শিল্পকলায় উৎসব
  • ১৬ কোটি টাকায় সারা দেশে ফুটবলের তিন টুর্নামেন্ট
  • দুদিনের সফরে কলকাতায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
  • ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ