বাবর–রিজওয়ানের আরও দুঃসবাদ, পাকিস্তানে ‘এ’ ক্যাটাগরির কোনো খেলোয়াড় নেই
Published: 19th, August 2025 GMT
আরও একটি খারাপ সংবাদ পেলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ না পাওয়ার এক দিন পরই কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন হয়েছে এই দুই তারকা ক্রিকেটারের।
২০২৫-২৬ মৌসুমের জন্য আজ কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই চুক্তিতে বাবর ও রিজওয়ানকে ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘বি’ ক্যাটাগরিতে নিয়ে এসেছে পিসিবি।
সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে বাবর ও রিজওয়ানই শুধু ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। এবারের চুক্তিতে দুজনকে সরানোর পর ‘এ’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখা হয়নি। মানে নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে পাকিস্তানের কোনো ক্রিকেটার নেই।
তবে চুক্তিতে থাকা ক্রিকেটারদের সংখ্যা বেড়েছে। ২০২৪-২৫ মৌসুমে ২৭ জন থেকে এবার সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এর মধ্যে ১২ জনই নতুন মুখ। আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাদাব খানের উন্নতি হয়েছে। এই পাঁচ ক্রিকেটার আছেন ‘বি’ ক্যাটাগরিতে।
পেসার শাহিন শাহ আফ্রিদিকেও ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এশিয়া কাপের স্কোয়াডেও আছেন এই বাঁহাতি পেসার। আরেক পেসার নাসিম শাহ এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও চুক্তিতে আছেন ‘সি’ ক্যাটাগরিতে।
কেন্দ্রীয় চুক্তির তালিকা (২০২৫–২৬):ক্যাটাগরি ‘বি’ (১০ জন):
আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।
ক্যাটাগরি ‘সি’ (১০ জন):
আবদুল্লাহ শফিক, ফহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান ও সৌদ শাকিল।
ক্যাটাগরি ‘ডি’ (১০ জন):
আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫