বাবর–রিজওয়ানের আরও দুঃসবাদ, পাকিস্তানে ‘এ’ ক্যাটাগরির কোনো খেলোয়াড় নেই
Published: 19th, August 2025 GMT
আরও একটি খারাপ সংবাদ পেলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ না পাওয়ার এক দিন পরই কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন হয়েছে এই দুই তারকা ক্রিকেটারের।
২০২৫-২৬ মৌসুমের জন্য আজ কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই চুক্তিতে বাবর ও রিজওয়ানকে ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘বি’ ক্যাটাগরিতে নিয়ে এসেছে পিসিবি।
সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে বাবর ও রিজওয়ানই শুধু ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। এবারের চুক্তিতে দুজনকে সরানোর পর ‘এ’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখা হয়নি। মানে নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে পাকিস্তানের কোনো ক্রিকেটার নেই।
তবে চুক্তিতে থাকা ক্রিকেটারদের সংখ্যা বেড়েছে। ২০২৪-২৫ মৌসুমে ২৭ জন থেকে এবার সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এর মধ্যে ১২ জনই নতুন মুখ। আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাদাব খানের উন্নতি হয়েছে। এই পাঁচ ক্রিকেটার আছেন ‘বি’ ক্যাটাগরিতে।
পেসার শাহিন শাহ আফ্রিদিকেও ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এশিয়া কাপের স্কোয়াডেও আছেন এই বাঁহাতি পেসার। আরেক পেসার নাসিম শাহ এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও চুক্তিতে আছেন ‘সি’ ক্যাটাগরিতে।
কেন্দ্রীয় চুক্তির তালিকা (২০২৫–২৬):ক্যাটাগরি ‘বি’ (১০ জন):
আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।
ক্যাটাগরি ‘সি’ (১০ জন):
আবদুল্লাহ শফিক, ফহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান ও সৌদ শাকিল।
ক্যাটাগরি ‘ডি’ (১০ জন):
আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।
এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স
আরো পড়ুন:
সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?
রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)
সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
তথ্যসূত্র: ভ্যারাইটি
ঢাকা/শান্ত