বিএফআইইউ প্রধানের আপত্তিকর ভিডিও: তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক
Published: 19th, August 2025 GMT
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ব্যাংক পাড়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেওয়ায় বাংলাদেশ ব্যাংক তদন্ত শুরু করেছে।
এ প্রসঙ্গে গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানান, নিঃসন্দেহে এটি সংবেদনশীল বিষয়। আমরা এর সত্যতা যাচাই করছি।
সংশ্লিষ্টরা জানান, সোমবার অনলাইন পোর্টালের পেইজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এমন একটি গুরুত্বপূর্ণ আর্থিক গোয়েন্দা সংস্থার প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন জরুরি। একই সঙ্গে দোষীদের শাস্তির আওতায় আনা উচিত বলে তারা দাবি করেন।
বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলাম বলেন, ‘‘এটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। শুরু থেকেই একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।’’উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ করেই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে শাহীনুল ইসলামকে বিএফআইইউ-এর প্রধান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে সংস্থাটির উপপ্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ।
ঢাকা/নাজমুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা