ইসরায়েলি নেতারা গাজা শহরের উপর বৃহৎ পরিসরে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই ইসরায়েলি বিমান ও ট্যাঙ্কগুলো গাজা শহরের পূর্ব এবং উত্তর উপকণ্ঠে আঘাত হেনেছে, ভবন এবং ঘরবাড়ি ধ্বংস করেছে।
প্রত্যক্ষদর্শীরা শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেইতুন ও শেজাইয়া এলাকায় ক্রমাগত বিস্ফোরণের শব্দ শুনেছেন। ট্যাঙ্কগুলো নিকটবর্তী সাবরা পাড়ায় বাড়িঘর এবং রাস্তাগুলিতে গোলাবর্ষণ করেছে এবং জাবালিয়ার উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ভবন উড়িয়ে দেওয়া হয়েছে।
বিস্ফোরণের দিক থেকে আকাশে আগুন জ্বলে উঠেছে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কিছু পরিবার শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অন্যান্য বাসিন্দারা বলেছেন যে তারা মরতে রাজি কিন্তু শহর ছেড়ে না যেতে রাজি না।
গাজার অর্ধেকেরও বেশি বাসিন্দা ইতিমধ্যেই গাড়ি এবং রিকশায় তাদের জিনিসপত্র নিয়ে চলে গেছে।
৪০ বছর বয়সী মোহাম্মদ রয়টার্সকে বলেন.
তবে ৩১ বছর বয়সী আয়া বলেন, “আমরা যাচ্ছি না, তারা আমাদের বাড়িতে বোমা মারুক। আমরা ক্ষুধার্ত, ভীত এবং আমাদের কাছে অর্থ নেই।”
চলতি মাসের শুরুতে গাজা শহর দখলের জন্য ইসরায়েল একটি বর্ধিত সামরিক আক্রমণের পরিকল্পনা অনুমোদন করেছে। ইসরায়েলি বাহিনী শহর এবং আশেপাশের এলাকায় বোমাবর্ষণ করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রবিবার আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি গাজা শহর ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ