নেইমারকে ছাড়া ব্রাজিলের স্কোয়াড, আনচেলত্তির চমক পাকেতা
Published: 26th, August 2025 GMT
আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। সেই লক্ষ্যেই ঘোষণা করা হয়েছে ২৫ সদস্যের স্কোয়াড। তবে সমর্থকদের জন্য হতাশার খবর হলো এ দলে নেই নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র কিংবা রদ্রিগো।
প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা নেইমারের ফেরার সম্ভাবনা ছিল প্রবল। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ফিটনেসে উন্নতির ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু ঘোষণার আগমুহূর্তে ইনজুরিতে পড়ায় আবারও আটকে গেল তার জাতীয় দলে প্রত্যাবর্তন। সর্বশেষ তিনি ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘ বিরতিতে যেতে হয়েছিল তাকে।
আরো পড়ুন:
দলে নেই ভিনিসিউস, নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় ব্রাজিল
টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর জয় তুলে ব্রাজিল চ্যাম্পিয়ন
দল ঘোষণা করতে গিয়ে কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, “নেইমারের দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। তবে জাতীয় দলে ফেরার আগে আমরা তাকে শতভাগ ফিট অবস্থায় চাই। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই।”
এই স্কোয়াডে তরুণ-অভিজ্ঞের মিশ্রণ ঘটিয়েছেন আনচেলত্তি। নিয়মিত মুখ আলিসন, ক্যাসেমিরো, মারকুইনোসরা আছেন। নতুন চমক হিসেবে প্রথমবার ডাক পেয়েছেন ওয়েস্ট হামের মিডফিল্ডার লুকাস পাকেতা। এ ছাড়া চেলসির তরুণ প্রতিভা এস্তেভাওও জায়গা করে নিয়েছেন।
রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় এবার সুযোগ পাননি। শাস্তির কারণে চিলির বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়র খেলতে পারবেন না। আর বলিভিয়ার উঁচু পাহাড়ি মাঠে তাকে খেলানোর যৌক্তিকতা দেখেননি কোচ। ফলে দুই ম্যাচেই ভিনির অনুপস্থিতি নিশ্চিত হয়েছে।
ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে নামবে ব্রাজিল। আর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্ব শেষ করবে আনচেলত্তির দল।
চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), হুগো সাউজা (করিন্থিয়ান্স)।
রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনোস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)।
মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানইউ), জোয়েলিনটন (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)
আক্রমণভাগ: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কাইও জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথেউস কুনহা (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল বল ভ য় র
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা