প্রেমিকার কাছে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃতিক
Published: 27th, August 2025 GMT
সাবা আজাদের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। মাঝে এ জুটির বিয়ের গুঞ্জনও চাউর হয়েছিল। এবার প্রেমিকা সাবার কাছে নিজের ফ্ল্যাট ভাড়া দিলেন হৃতিক রোশান।
জ্যাপকির বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, জুহুর সি-ফেসিং বিলাসবহুল ফ্ল্যাটটি প্রেমিকা সাবা আজাদের কাছে ভাড়া দিয়েছেন হৃতিক। ভাড়া বাবদ সাবাকে প্রতি মাসে ৭৫ হাজার রুপি গুনতে হবে। এক বছরের জন্য ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন সাবা।
আরো পড়ুন:
রজনীকান্ত-হৃতিকের মুখোমুখি লড়াই, কে কতটা এগিয়ে?
এখনও হৃতিক সুজানের বন্ধুত্ব রয়ে গেছে
জুহু-ভারসোভা লিংক রোডের মান্নত অ্যাপার্টমেন্টে (বর্তমান) অবস্থিত হৃতিকের ফ্ল্যাট। ২০২০ সালের অক্টোবরে হৃতিক রোশান এই ভবনে ৩টি ফ্লোর কিনেন ৯৭.
২০২২ সালের ফেব্রুয়ারিতে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে হৃতিকের প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর থেকে সম্পর্ক নিয়ে তাদের আর কোনো লুকোচুরি করতে দেখা যায়নি। গত বছর গুঞ্জন চাউর হয়, ভেঙে গেছে এ জুটির প্রেম। তবে সব গুঞ্জন উড়িয়ে দেন এই যুগল।
২০২৫ সালকে স্বাগত জানাতে দুবাইয়ে উড়ে যান সাবা-হৃতিক। সংযুক্ত আরব আমিরাতে দারুণ সময় উপভোগ করেন তারা। তখন জানা যায়, চলতি বছরে বিয়ে করবেন। যদিও এ নিয়ে টুঁ-শব্দ করেননি এই প্রেমিক যুগল।
প্রায় এক দশকের বেশি সময় আগে সুজান খানের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন হৃতিক। এরপর অনেকের সঙ্গেই বলিউডের ‘গ্রিক গড’খ্যাত এই নায়কের প্রেমের গুঞ্জন ছড়ায়। সর্বশেষ সাবার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হৃতিক। সাবা এখন তার পরিবারের সদস্যের মতো।
সাবা আজাদ পেশায় একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ২০১১ সালে ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ এবং ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। বেশ কিছু শর্ট ফিল্মেও অভিনয় করেছেন। এছাড়া থিয়েটারে পরিচালনার কাজও করেছেন। গানের জগতেও ভালো পরিচিতি রয়েছে সাবার।
সাবা এর আগে অভিনেতা নাসিরউদ্দিন শাহের ছেলে ইমাদ শাহের সঙ্গে লিভ-টুগেদার সম্পর্কে ছিলেন। কয়েক বছর আগে সেই সম্পর্ক ভেঙে যায়।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ ত ক র শন চলচ চ ত র র গ ঞ জন
এছাড়াও পড়ুন:
যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা
রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।
আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।
লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।