৩ দফা দাবিতে আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের ব্লকেড
Published: 28th, August 2025 GMT
কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দুপুর ১টার দিকে এ কর্মসূচি শেষ হয়।
আরো পড়ুন:
শেকৃবিতে ভেটেরিনারি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শেকৃবির শিক্ষার্থীরা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদগুলো কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে নবম গ্রেডে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না। পাশাপাশি কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
শেকৃবি শিক্ষার্থী তৌহিদ আহমেদ আশিক বলেন, “আজ কৃষিবিদ ঐক্য পরিষদের পক্ষ থেকে আগারগাঁও ব্লকেড কর্মসূচি ছিল। ইতোমধ্যে আমরা প্রকৌশলীদের অধিকার আন্দোলনে একাত্মতা পোষণ করেছি। একইসঙ্গে আমরা আমাদের কৃষি সেক্টরে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো নিরসনের জন্য তিন দফা দাবি উপস্থাপন করেছি।”
তিনি বলেন, “দেশের কৃষি সেক্টরের উন্নতির জন্য আমাদের দাবিগুলো বাস্তবায়ন হওয়া অতি জরুরি। আমাদের দাবিগুলো মানতে বিলম্ব হলে আমরা আরো কঠোর কর্মসূচির দিকে যাব। আমরা আমাদের প্রকৌশলী এবং ডাক্তার ভাইদের সঙ্গে একত্রিত হয়ে যৌথ আন্দোলনেও নামব।”
ঢাকা/মামুন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ আম দ র
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা