রাজধানীর ব্যস্ততম রুট শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২টি গুরুত্বপূর্ণ মোড়ের মধ্যে সাতটিতে আগামী ৩০ আগস্ট (শনিবার) থেকে পরীক্ষামূলকভাবে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হচ্ছে। এ কার্যক্রম চলবে টানা দুই সপ্তাহ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই পাইলট প্রকল্প বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ড.

শেখ মইনউদ্দিন।

আরো পড়ুন:

বেহাল সড়কে চরম ভোগান্তি

তিন দফা দাবিতে চুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সভায় জানানো হয়, বর্তমানে হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো করিডোরজুড়ে মোট ২২টি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল স্থাপনের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়নে সমন্বয় করছে ডিটিসিএ, অর্থায়ন করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং কারিগরি সহায়তা দিচ্ছে বুয়েট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই পাইলটিং অংশটি বাস্তবায়ন করবে।

প্রাথমিক পর্যায়ে যেসব ৭টি স্থানে ট্রাফিক লাইট চালু হবে, সেগুলোর মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় অন্যতম। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় ওই স্থান পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

পথচারী এবং চালকদের সচেতন করতে প্রচারাভিযানের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও টেলিভিশনে প্রচার শুরু করা হবে।

ঢাকা/এএএম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন আগস ট

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ