দিনাজপুরের হিলি পৌরসভার অধিকাংশ সড়কই রাতে অন্ধকারে ডুবে থাকে। কোথাও কোথাও সৌরবিদ্যুৎচালিত বা বৈদ্যুতিক আলো বসানো হলেও তার বেশিরভাগই এখন নষ্ট হয়ে পড়ে আছে। অনেক গুরুত্বপূর্ণ সড়কে আবার কখনই লাইট বসানো হয়নি। ফলে রাত নামলেই পুরো পৌর এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। এতে একদিকে যেমন স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভোগেন, অন্যদিকে পথচারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মাঠপাড়া, চন্ডিপুর, মানিক বেকারি মোড়, মহড়াপাড়া, ছোট ডাঙ্গাপাড়া, চুড়িপট্টিমোড় থেকে জিলাপট্টি পর্যন্ত দীর্ঘ সড়কজুড়ে কোথাও কোনো আলোর ব্যবস্থা নেই। সড়কগুলোতে হেঁটে চলাচল করা তো দূরের কথা, মোটরসাইকেল কিংবা রিকশা নিয়েও চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পৌরসভা গঠনের এত বছর পরও নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে এমন অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না। বিশেষ করে রাতে আলো না থাকায় এলাকার মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

মাঠপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “রাতে লাইট না থাকায় আমরা নিরাপদে চলাচল করতে পারি না। অনেক সময় জরুরি প্রয়োজনে রাস্তায় বের হলেও ভয় কাজ করে। মহিলারা তো একেবারেই বের হতে পারেন না।”

চন্ডিপুর এলাকার ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, “অন্ধকারের সুযোগে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যায়। কিশোররা দল বেঁধে রাস্তায় বসে থাকে, মাদকসেবীরাও সুযোগ নেয়। এতে সাধারণ মানুষ ভয়ে রাস্তায় নামতে চায় না।”

ছোট ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রেজাউল করিম জানান, অন্ধকারে ডুবে থাকার কারণে ব্যবসা-বাণিজ্যও নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে। দোকানপাট তাড়াতাড়ি বন্ধ করতে হয়। ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পৌরসভার প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজেট সংকট দেখা দিয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে নতুন লাইট স্থাপন করা হবে। তবে পুরনো নষ্ট লাইটগুলো মেরামতেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে হিলি পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো.

সাব্বির হোসেন বলেন, “যেসব সড়কে এখনো লাইট বসানো হয়নি, সেগুলোতে ধাপে ধাপে আলো বসানো হবে। নষ্ট লাইটগুলো দ্রুত মেরামত করা হবে। আমরা চাই পুরো পৌর এলাকা আলোকিত থাকুক। তবে বাজেটের সীমাবদ্ধতা না কাটলে কাজের গতি পাওয়া যাচ্ছে না। বাজেট বরাদ্দ মিললেই অচিরেই হিলি পৌরসভার সব সড়কেই আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

ঢাকা/মোসলেম/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প র এল ক প রসভ র এল ক র ব যবস

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)

দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি সান্ডারল্যান্ড ও এভারটন।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

সিরি ‘আ’

সাসসুয়োলা-জেনোয়া
রাত ১১-৩০ মি., ডিএজেডএন

লাৎসিও-কালিয়ারি
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

ইংলিশ প্রিমিয়ার লিগ

সান্ডারল্যান্ড-এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ওভিয়েদো-ওসাসুনা
রাত ২টা, বিগিন অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ