চাঁপাইনবাবগঞ্জ ও মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ২
Published: 1st, September 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেললাইনে খেলা করার সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই বছর বয়সী শিশু তাসলিমা মারা যায়।
তাসলিমা উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে।
আরো পড়ুন:
খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, আটক ২
সোনারগাঁয়ে খালে ডুবে ভাই-বোনের মৃত্যু
কসবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব জানান, আজ সকালে যাদুপুর গ্রামের বাড়ির পাশে তাসলিমাসহ কয়েকজন শিশু রেললাইনে খেলা করছিল। এ সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাসলিমা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমনুরা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আইনুল হক জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর রেলওয়ে আন্ডারপাস এলাকা থেকে তার মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। মারা যাওয়া নারীর আনুমানিক বয়স ৪০ বছর।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মারা যাওয়া নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। রেলওয়ে পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।
ঢাকা/রতন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন র লওয়
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা