নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের অধিনায়ক লিটস দাস বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে৷
আরো পড়ুন:
৪১০ রানের ম্যাচে ৫ ছক্কা ৫ চারে সাকিবের ২৬ বলে ৬১
ধোনির স্টাইলে হাজির ওয়ার্নার, মাঠের বাইরেও বাজিমাত
দুটি পরিবর্তন বাংলাদেশ একাদশে:
শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের জায়গায় বাংলাদেশ একাদশে ফিরেছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ ডউড, বিক্রমজিত সিং, অনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শারিজ আহমাদ, নোয়া ক্রোয়েস, কাইল ক্লেইন, টিম প্রিঙ্গেল, আরিয়ান দত্ত, পল ভন ম্যাকরেন ও ড্যানিয়েল ডোরাম।
সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ:
নেদারল্যান্ডসকে প্রথম ম্যাচে পাত্তা না দিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে পারবে বাংলাদেশ৷ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া স্বাগতিকরা৷৷ সেই লক্ষ্যে পৌঁছতে ভালো ক্রিকেটের বিকল্প নেই। একদিন আগেই ভালো বোলিংয়ের পর ব্যাটিংয়ে আগ্রাসন দেখায় বাংলাদেশ৷ নিজেদের চেনা কন্ডিশনে ডাচদেরকে দাঁড়াতে দেয়নি৷ আজ একই সুর থাকলে জয়ের চিন্তা করতেই পারে দল৷ ডাচদের জন্য আজ সিরিজ বাঁচানোর লড়াই। অতীতে তারা চমকে দিয়েছে বাংলাদেশকে। আজ তারা কেমন করে সেটা দেখার।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে