Risingbd:
2025-11-02@23:09:42 GMT

আজও আগে বোলিংয়ে বাংলাদেশ

Published: 1st, September 2025 GMT

আজও আগে বোলিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের অধিনায়ক লিটস দাস বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে৷ 

আরো পড়ুন:

৪১০ রানের ম‌্যাচে ৫ ছক্কা ৫ চারে সাকিবের ২৬ বলে ৬১

ধোনির স্টাইলে হাজির ওয়ার্নার, মাঠের বাইরেও বাজিমাত

দুটি পরিবর্তন বাংলাদেশ একাদশে: 
শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের জায়গায় বাংলাদেশ একাদশে ফিরেছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ:

লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান,  নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। 

 নেদারল‌্যান্ডস একাদশ: 

ম‌্যাক্স ও’ ডউড, বিক্রমজিত সিং, অনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শারিজ আহমাদ, নোয়া ক্রোয়েস,  কাইল ক্লেইন, টিম প্রিঙ্গেল, আরিয়ান দত্ত, পল ভন ম‌্যাকরেন ও ড‌্যানিয়েল ডোরাম। 

সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ: 
নেদারল্যান্ডসকে প্রথম ম্যাচে পাত্তা না দিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে পারবে বাংলাদেশ৷   জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া স্বাগতিকরা৷৷ সেই লক্ষ্যে পৌঁছতে ভালো ক্রিকেটের  বিকল্প নেই। একদিন আগেই ভালো বোলিংয়ের পর ব্যাটিংয়ে আগ্রাসন দেখায় বাংলাদেশ৷ নিজেদের চেনা কন্ডিশনে ডাচদেরকে দাঁড়াতে দেয়নি৷ আজ একই সুর থাকলে জয়ের চিন্তা করতেই পারে দল৷ ডাচদের জন্য আজ সিরিজ বাঁচানোর লড়াই। অতীতে তারা চমকে দিয়েছে বাংলাদেশকে। আজ তারা কেমন করে সেটা দেখার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহম দ

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ