ডাকসু প্রার্থীকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি চান অধ্যাপক কামরুল
Published: 1st, September 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির ঘটনায় কঠোর সমালোচনা করে দোষীর শাস্তি দাবি করেছেন অধ্যাপক ড. কামরুল হাসান মামুন।
সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
আরো পড়ুন:
চবি উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি
চবিতে ১৪৪ ধারা আরো একদিন বাড়ল
এর আগে, ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট আবেদন করেন বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। এ নিয়ে হাইকোর্ট সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। তবে পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই স্থগিতাদেশ বাতিল করেন।
রিট আবেদনকারী ফাহমিদা আলমকে লক্ষ্য করে ‘গণধর্ষণের পদযাত্রা’ করার হুমকি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ঢাবির শিক্ষার্থী আলী হুসেন। মুহূর্তে তার স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়, শুরু হয় আলোচনা-সমালোচনা।
ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা দাবি করছেন, অভিযুক্ত শিক্ষার্থী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।
তবে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, বরং এটি তাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা। এছাড়া অভিযুক্ত তাদের সংগঠনের কেউ নয় বলেও দাবি করা হয়েছে।
ঘটনার কঠোর সমালোচনা ও শাস্তি দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.
তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি আরো লিখেছেন, “ভাবুন, এই মানসিকতার মানুষেরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে রাষ্ট্রকে নারীর জন্য দোজখ বানিয়ে ফেলবে। পৃথিবীর যেকোনো বিশ্ববিদ্যালয়ে এমন হেইট ক্রাইম করলে তার ছাত্রত্ব বাতিল হত এবং আদালতে বিচার হত। আমাদের বিশ্ববিদ্যালয়ে কী হয়, সেটাই এখন দেখার বিষয়।”
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫