ইন্দোনেশিয়ার পুলিশ বান্দুং শহরের দুটি বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে। মঙ্গলবার ছাত্র সংগঠন এবং কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।  

আইন প্রণেতাদের বর্ধিত সুযোগ-সুবিধাসহ সরকারি ব্যয়ের প্রতিবাদে গত সপ্তাহে থেকে রাজধানী জাকার্তায় বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হওয়ার পর বিক্ষোভ আরো ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার বান্দুংয়ের ঘটনাটি ছিল বর্তমান বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা তার কাছাকাছি বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি চালানোর প্রথম ঘটনা। এর আগে সরকারি ভবন এবং কর্মকর্তাদের বাসভবনে এবং তার আশেপাশে সংঘর্ষ হয়েছিল।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সোমবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, পুলিশ ও সামরিক বাহিনী সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে।

ছাত্র সংগঠন ইউএনআইএসবিএ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভিন্নমত দমন করার চেষ্টা করার অভিযোগ তুলে বলেছে, তারা ক্যাম্পাসে ‘নৃশংসভাবে আক্রমণ’ করেছে। 

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টুডেন্টস ইউনিয়নের প্রধান রবিভ টুয়ানকু আলসাইদ রয়টার্সকে বলেন, “আমরা মনে করি ক্যাম্পাসগুলো আর শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয় .

.. যখন সামরিক বা নিরাপত্তা কর্মকর্তারা আমাদের ক্যাম্পাসে আসেন, তখন আমাদের জন্য আর কোনো নিরাপদ অঞ্চল থাকে না।”

পাসুন্দানের ছাত্র যোগা তাদিয়ালাগা রুচিয়াত জানান, শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছিল এবং তাদের ক্যাম্পাসে কমপক্ষে ৪০টি টিয়ারগ্যাসের শেল ছোড়া হয়েছে। 

তিনি বলেন, “প্রতিবাদকারীরা আহত হলে সাহায্য করার জন্য আমরা প্যারামেডিক হিসেবে এখানে ছিলাম কিন্তু পুলিশ (আমাদের দিকে) টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।”

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ