গত আগস্ট মাসে বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত ও ১২৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম পর্যবেক্ষণ ভিত্তিক এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালকের মৃত্যু

নিয়ন্ত্রণ হারানো বাসের জানালা দিয়ে লাফ, সুপারভাইজারের মৃত্যু

এতে জানানো হয়, এই মাসে শুধু সড়কপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫০২ জন নিহত ও ১২৩২ জন আহত হন। রেলপথে ৩৪টি দুর্ঘটনায় নিহত ৩৪ জন এবং নৌপথে ২১টি ঘটনায় ২৭ জন নিহত, ২২ জন আহত ও ১৩ জন নিখোঁজ রয়েছেন।

সড়ক দুর্ঘটনায় ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত, যা মোট দুর্ঘটনার ৩৩.

১৯ শতাংশ। ঢাকায় সবচেয়ে বেশি ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১২৮ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন। বরিশালে সবচেয়ে কম ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ছিলেন ১২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৬২ জন চালক, ৯৫ জন নারী, ৪২ জন শিশু, ৫১ জন শিক্ষার্থী, ১১ জন শিক্ষক, ১ জন মুক্তিযোদ্ধা, ১ জন আইনজীবী ও ৩ জন সাংবাদিক। দুর্ঘটনায় জড়িত ৭৮৯টি যানবাহনের মধ্যে ২৬.১০ শতাংম মোটরসাইকেল, ২৪.৭১ শতাংশ ট্রাক-কাভার্ডভ্যান, ১৫.০৮ শতাংশ বাস ও ১৩.৬৮ শতাংশ ব্যাটারিচালিত যান।

দুর্ঘটনার ধরনে দেখা যায়, ৪৪.০৬ শতাংশ গাড়িচাপা, ৩০.৩৮ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৯.১৯ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া, ১.২০ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষ এবং ০.৬০ শতাংশ ওড়না পেঁচিয়ে দুর্ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে ৪৫.০৭ শতাংশ, আঞ্চলিক মহাসড়কে ২৬.৫৫ শতাংশ, ফিডার রোডে ২০.৩২ শতাংশ দুর্ঘটনা ঘটে। 

যাত্রী কল্যাণ সমিতি জানায়, দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে—বর্ষায় সড়কের ক্ষতি, রোড সাইন ও রোড ডিভাইডারের অভাব, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যান, বেপরোয়া গতি, উল্টো পথে চলাচল, এবং যানবাহনের অতিরিক্ত যাত্রী বহন

দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক মেরামত, মহাসড়কে পর্যাপ্ত আলোকসজ্জা, দক্ষ চালক তৈরিতে প্রশিক্ষণ ও কর মওকুফ  ডিজিটাল ফিটনেস সনদ ও রোড সাইন স্থাপনসহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে।

ঢাকা/এএএম/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত দ র ঘটন য় জন আহত

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ