ছায়াবৃক্ষ কাটায় চা উৎপাদনে বিরূপ প্রভাব
Published: 3rd, September 2025 GMT
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্সের শমশেরনগর চা বাগান থেকে বড় আকারের শেড ট্রি বা ছায়াবৃক্ষ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মরা গাছের পাশাপাশি জীবিত গাছ কেটে নেওয়ায় চা উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বাগানের শ্রমিকরা।
বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, সামনে দুর্গাপূজা, জ্বালানির কাঠের প্রয়োজন থাকায় শ্রমিকরা মরা গাছ কেটে নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শমশেরনগর-পীরেরবাজার সড়কের পাশে শ্মশানঘাট সংলগ্ন শমশেরনগর চা বাগানের সেকশন থেকে প্রকাশ্য দিবালোকে দুইটি গাছ কেটে ফেলা হয়েছে। বাগান পঞ্চায়েত সর্দার আব্দুল আহাদ মিয়া কয়েকজন চা শ্রমিক দিয়ে গাছগুলো কাটান। বন বিভাগের অনুমতি ছাড়াই গাছগুলো কেটে টুকরা করে চা বাগানের ট্রাক্টর যোগে বাগানের ভেতরে নিয়ে যাওয়া হয়। দুইটি গাছই ছিল বড় আকৃতির ও জীবিত। এই গাছ চা গাছের ছায়াদানকারী বৃক্ষ হিসাবে ভূমিকা রাখছিল।
গাছ কাটার বিষয়ে আব্দুল আহাদ মিয়া বলেন, “চা বাগান ব্যবস্থাপকের অনুমতি নিয়ে জ্বালানির জন্য গাছগুলো কেটে নেওয়া হয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চা শ্রমিক জানান, একটি মহল চা বাগানের গাছ রাতের আঁধারে কেটে নিচ্ছে। মরা গাছের পাশাপাশি জীবিত গাছ কেটে কাঠ হিসেবে বাজারে বিক্রি করছেন তারা। বাগানের সেকশনগুলো বৃক্ষশূন্য হচ্ছে। যা চা উৎপাদনে বিরূপ প্রভাব ফেলছে।
বাগান সংশ্লিষ্টদের তথ্য জানা গেছে, শমশেরনগরের ফাঁড়ি দেওছড়া, ডবলছড়া, কানিহাটি চা বাগানসহ বিভিন্ন চা বাগানে পুরনো ও বড় আকৃতির গাছ চুরি হচ্ছে। সেকশনের পুরনো কড়ই, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিচ্ছে একটি চক্র। এই গাছগুলো চা গাছের ছায়াবৃক্ষ হিসেবে পরিচিত। এই বড় আকৃতির গাছ চা বাগানকে প্রখর রোদের কবল থেকে রক্ষা করে। পাশাপাশি মাটির ক্ষয় রোধে সহায়তা করে। এজন্য চায়ের টিলাগুলো বৃক্ষরাজিতে ভরপুর থাকে।
শ্রমিক নেতা সিতারাম বিন বলেন, “গাছ চুরি হয়ে যাওয়ায় টিলাগুলো বৃক্ষ শূন্য হয়ে পড়ছে। ছায়া না পেলে চা গাছের ক্ষতি হবে। পাশাপাশি বাগান থেকে কাঁচা চা পাতা চুরি হচ্ছে। এসব বিষয়ে পদক্ষেপ নিতে আমরা বাগানের ব্যবস্থাপককে জানিয়েছি।”
শমশেরনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক এম.
শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, “শ্রমিকরা জ্বালানি কাঠের জন্য মরা গাছ কাটছেন। তাদের জ্বালানি কাঠের প্রয়োজন থাকায় মরা গাছ কেটে নিচ্ছেন।”
রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা বলেন, “চা বাগান থেকে গাছ কাটতে হলে বনবিভাগের অনুমতি প্রয়োজন। এ বিষয়ে আমরা খোঁজ নেব।”
ঢাকা/আজিজ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শমশ রনগর চ
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।
দরকারি তথ্যআবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদন ফি: এক হাজার টাকা
মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)
//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতাযেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।
কোর্সের বিস্তারিতশুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।
শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।
২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।
৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।
৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।
পরীক্ষার বিষয়১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের
২. মৌলিক গণিত ২৫ নম্বরের
৩. ইংরেজি ১০ নম্বরের
৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫
৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫
৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫