সরকারের লক্ষ্য “দূর্ণীতি ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা“ ঘরে ঘরে পৌছে দিতে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কাঞ্চন পৌর কার্যালয়ে এ অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের ঢাকা বিভাগীয় কার্যালয়ের যুগ্ম-সচিব মো.

আব্দুর রহিম। 

এতে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও কাঞ্চন পৌর প্রশাসক তারিকুল আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, রিয়াদ হোসেন, কার্য সহকারী শহিদুল ইসলাম, সার্ভেয়ার মোস্তফা মোল্লা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম-সচিব আব্দুর রহিম বলেন, অনলাইন সেবা কার্যক্রমের মাধ্যমে মানুষ তার ঘরে বসেই নাগরিক সেবা পেতে আবেদন করতে পারবে এবং সেবা গ্রহণ করতে পারবে। 

এ পদ্ধতিতে নগদ কোন লেন-দেন হবে না। সরকার নির্ধারিত টাকা-পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হবে। ফলে কোন রূপ ভোগান্তি ছাড়াই গ্রাহকরা তাদের প্রাপ্য সেবা গ্রহণ করতে পারবে। 

এসময় সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক তারিকুল আলম বলেন, নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে আজ অনলাইন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে করে যারা প্রকৃত সেবাগ্রহিতা তারা পৌরসভা কার্যালয়ে না এসেও বাড়িতে বসে সেবা নিতে পারবেন। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ