Risingbd:
2025-09-18@01:24:29 GMT

৩ চোর ছেড়ে দিল পুলিশ, বাড়ি ঘেরাও 

Published: 4th, September 2025 GMT

৩ চোর ছেড়ে দিল পুলিশ, বাড়ি ঘেরাও 

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানসহ তিন চোরকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভ্যান চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এক চোরের বাড়ি প্রায় তিন ঘন্টা ঘিরে রাখেন ভ্যানচালক ও তাদের স্বজনরা। 

বুধবার (৩ সেপ্টেম্বের) উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়য়িা গ্রামে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ওই বাড়ি ঘিরে রাখেন তারা।

আরো পড়ুন:

শিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১

সুমন বাহিনীর ৫ টর্চার সেলের সন্ধান 

গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাপড়া ইউনয়িনরে মাদুলয়িা ব্রিজ এলাকা থেকে তিন চোরকে আটক করে ছেড়ে দেয় পুলিশ বলে জানান এলাকাবাসী।

অভিযুক্ত চোররা হলেন- বহলবাড়ীয়া গ্রামের আতিয়ার রহমানরে ছেলে রিদয় হোসেন (১৮), আব্দুল সালামের ছেলে আসাদুল ইসলাম (১৯) ও আলমগীর হোসনেরে ছেলে রাকিবুল ইসলাম (২০)। তাদের মধ্যে আসাদের বাড়ি ভ্যানচালক ও তাদের স্বজনরা ঘিরে রাখেন।

স্থানীয়দরে ভাষ্য, এ উপজেলা ও আশপাশরে এলাকায় প্রায় ভ্যান চুরি হচ্ছে। থানায় অভিযোগ দিয়েও চোর ও ভ্যানের সন্ধান মিলছে না। ফেসবুকে চোরের ভিডিও দেখে চুরি যাওয়া ভ্যান ফিরে পেতে চালক ও স্বজনরা ভিড় জমান এবং আসাদের বাড়ি ঘেরাও করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত তিন চোর এলাকা ছাড়া।

এলাকাবাসী জানান, গত মঙ্গলবার বিকেলে উপজলোর পান্টি এলাকা থেকে একটি মোটরচালিত ভ্যান চুরি করেন রিদয়, আসাদুল ও রাকিব। টরে পেয়ে স্থানীয়রা অপর একটি ভ্যান নিয়ে তাদরে ধাওয়া করেন। চাপড়া ইউনয়িনরে মাদুলয়িা ব্রিজ এলাকায় পৌঁছালে ভ্যানসহ অভিযুক্তদের আটক করে জনতা গণধোলাই দেয়। পরে বাঁধবাজার পুলশি ক্যাম্পের ইনর্চাজ এসআই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হলে ভ্যানসহ আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ চোরদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিয়েই তাদের ছেড়ে দেয়।

ধাওয়া করে চোর ধরা এবং চোরদের মারধররে ঘটনা মঙ্গলবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। বুধবার সকাল থেকে অভিযুক্ত আসাদরে বাড়িতে ভ্যানচালক ও তাদরে স্বজনরা ভিড় করনে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরস্থিতি সমাল দেয়।

বাঁধবাজার পুলিশ ক্যাম্পরে ইনর্চাজ এসআই মোহাম্মদ আলী ফোনে বলেন, “জনগণ ভ্যানসহ তিন চোর ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল এ কথা সত্য। কেউ বাদী না হওয়ায় স্থানীয় মোতাহার মেম্বারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।”

যদুবয়রা পুলিশ ক্যাম্পরে ইনর্চাজ বিশ্বনাথ মন্ডল বলেন, “চুরি যাওয়া ভ্যান ফিরে পেতে চোরের বাড়িতে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হন। পরে তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে।”

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, চুরি যাওয়া ভ্যান পেতে অনকেইে বুধবার সকালে এক চোররে বাড়ি ঘেরাও করেন। ফেসবুকে সেই ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ যে তিন চোর ধরে ছেড়ে দিয়েছে এমন অভিযোগ কেউ তাদেরকে জানায়নি।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ ভ য নসহ স বজনর চ লক ও

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ