রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুড়ি (২১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত তার স্বামী সঞ্জয় মণ্ডল (২৫)  ঢাকার হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে মধুখালিতে নিজ বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

আরো পড়ুন:

মানিকগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

মোটরসাইকেলের ধাওয়ায় প্রাইভেটকারে প্রাণ হারালেন ডা.

নাজমুল হাসান

স্থানীয়রা জানিয়েছেন, সঞ্জয় মণ্ডল ফরিদপুরের মধুখালি উপজেলার জাননগর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শ্রাবণীকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শরীফ ইসলাম জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শ্রাবণীর মৃত্যু হয়। গুরুতর আহত সঞ্জয়কে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, সঞ্জয়ের জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া হয়েছে। নিহত শ্রাবণীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নিহত সঞ্জয় মন্ডলের শ্যালক অপূর্ব ভাদুড়ি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়েছে। আহত ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা/রবিউল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত দ র ঘটন য়

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ