গান নিয়ে হইচই, ক্ষুব্ধ নেতা, অনির্বাণের বিরুদ্ধে থানায় অভিযোগ
Published: 5th, September 2025 GMT
কখনো অভিনেতা, কখনো পরিচালক, কখনো গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন ওপার বাংলার অনির্বাণ ভট্টাচার্য। এরই মাঝে ‘হুলিগানইজম’ নামে গানের দল প্রতিষ্ঠা করেছেন তিনি। এ ব্র্যান্ডের নতুন গান ‘তুমি মস্তি করবে জানি’।
কয়েক দিন আগে কনসার্টে গানটি গাওয়ার পর তা ভাইরাল হয়। কারণ এ গানে পশ্চিমবঙ্গের রাজনীতির তিন ঘোষকে নিয়ে ব্যঙ্গ করেছেন। কেবল তাই নয়, ‘নরেন্দ্র মোদির পেনশন-টেনশন’, ‘হিন্দু রাষ্ট্র’ নিয়েও স্যাটায়ার করেছেন এই গায়ক।
আরো পড়ুন:
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত
আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাবে বাংলাদেশ
এরপর থেকে পশ্চিমবঙ্গে হইচই চলছে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে। ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা-বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ক্ষমা চাওয়াও দাবি জানান। এবার সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগে কলকাতার লালবাজার থানায় অভিযোগ করেছে বিজেপি নেতা তরুণজ্যোতি। অনিবার্ণ ভট্টাচার্য ছাড়াও তার ব্যান্ডের অন্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ব্যান্ডের প্রচারের জন্য ধর্মবিশ্বাস ও অনুভূতিকে আঘাত করা হয়েছে অনির্বাণদের গানে। পুলিশ ব্যবস্থা না নিলে অনির্বাণদের বিরুদ্ধে আদালতে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
অনির্বাণ তার গানে পশ্চিমবঙ্গের রাজনীতির তিন ঘোষকে নিয়ে ব্যঙ্গ করেছেন। এই তিন ঘোষ হলেন তৃণমূল, সিপিএম ও বিজেপির তিন নেতা কুণাল ঘোষ, শতরূপ ঘোষ ও দিলীপ ঘোষ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অনির্বাণ গাইছেন—“এসব গান-বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি/ইলেকশানের মেজাজ বুঝে দলটা বদল করি/এই আমাদের দোষ/গানবাজনা করতে এসে এসব কথা বললে/রেগে যাবে কুণাল ঘোষ।”
এই তিন ঘোষও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাকস্বাধীনতা তো সকলের আছে, তবে শালীনতার মাত্রা যেন না ছাড়ায়। রসিকতা যেন শালীনতার বাইরে না যায়, কিংবা কারো আদর্শ বা নীতিতে আঘাত না করে, সে বিষয়ে সতর্ক থাকা উচিত। শুধু জনপ্রিয়তা, মনোরঞ্জনের জন্য যাকে যা ইচ্ছে বলার অধিকার কারো নেই। সে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।”
বিজেপি নেতা ক্ষোভ প্রকাশ করলেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ হালকাভাবে মন্তব্য করেছেন। তার ভাষায়, “আমি কেন রাগ করব? বরং আমি মজা পেয়েছি। এই ধরনের গান শুনতে আমার ভালো লেগেছে। ভালো থেকো, অনির্বাণ।”
একইভাবে সিপিআই(এম)-এর শতরূপ ঘোষও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “আমি খুশি কারণ আমি সেই গানের একটি চরিত্র ছিলাম। এটা শুনে আমার ভালো লেগেছে।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন র ব ণ কর ছ ন
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে