গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ডিবির ওসি নিহত
Published: 5th, September 2025 GMT
গাজীপুরের তিন সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় ডিবির এক ওসি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী লতিফা জিয়াসমিন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওসির নাম মোস্তাফিজ হাসান (৫২)। তিনি নওগাঁ জেলার ডিবি ওসি হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি রাজশাহী মহানগরীর কাজলা মতিহার থানার কাজলা এলাকায়।
আরো পড়ুন:
রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
কিশোরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘‘জেলা পুলিশ লাইনের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস মোস্তাফিজ ও তার স্ত্রীকে চাপা দেয়। দ্রুত তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, কেন তারা গাজীপুরে আসছিলেন সেই বিষয়ে জানা যায়নি।’’
ঢাকা/রেজাউল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা