মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার যুদ্ধবিমান ভূপাতিত করার হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি ভেনেজুয়েলার যুদ্ধবিমান মার্কিন নৌবাহিনীর জাহাজের উপর দিয়ে উড়ে যায় এবং ‘আমাদের একটি বিপজ্জনক অবস্থানে ফেলে দেয়, তাহলে তাদের গুলি করে ভূপাতিত করা হবে।’

মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার উপকূলে ভেনেজুয়েলা একটি মার্কিন জাহাজের কাছে সামরিক বিমান উড়িয়ে দেওয়ার পর ট্রাম্পের এই সতর্কবার্তা এসেছে।

সম্প্রতি ‘ভেনেজুয়েলা থেকে মাদক বহনকারী জাহাজে’ মার্কিন হামলায় ১১ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, একটি মাদক পাচারকারী চক্র এই জাহাজটি পরিচালনা করতো। 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, তার দেশ সম্পর্কে মার্কিন অভিযোগ সত্য নয়।

তিনি বলেছেন, “ভেনেজুয়েলা সর্বদা আলোচনা করতে, সংলাপে অংশ নিতে ইচ্ছুক, তবে আমরা সম্মান দাবি করি।”

শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকরা জানতে চান, ভেনেজুয়েলার যুদ্ধবিমানগুলো আবার মার্কিন জাহাজের উপর দিয়ে উড়ে গেলে কী হবে।

জবাবে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা ‘সমস্যা’র মধ্যে পড়বে।

এসময় ট্রাম্প তার পাশে দাঁড়িয়ে থাকা তার জেনারেলকে বলেছিলেন, পরিস্থিতি আরো খারাপ হলে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন।

জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ল্যাটিন আমেরিকায় মাদক পাচারবিরোধী প্রচেষ্টা ক্রমশ তীব্র করে তুলেছেন।

মাদুরো অভিযোগ করেছেন, আমেরিকা ‘সামরিক হুমকির মাধ্যমে শাসনব্যবস্থা পরিবর্তন’ চাইছে।

এই মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ট্রাম্প বলেন, “আমরা এটি নিয়ে কথা বলছি না।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ