ম্যানচেস্টার ডার্বিতে ধরাশায়ী ম্যানইউ
Published: 14th, September 2025 GMT
নতুন মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির কাছে ধরাশায়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে ইতিহাদ স্টেডিয়ামে তাদের ৩-০ গোলে হারিয়েছে স্কাই ব্লুজরা।
ম্যাচে জোড়া গোল করেছেন আরলিং হালান্ড। অপর গোলটি করেছেন ফিল ফোডেন।
আরো পড়ুন:
অন্তিম মুহূর্তে সালাহর গোলে লিভারপুলের জয়
মেসির পেনাল্টি মিস, মায়ামির হার
এই জয়ে ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে ম্যানসিটি। অন্যদিকে ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে চতুর্দশ স্থানে।
এদিন ম্যাচের ১৮ মিনিটেই লিড নেয় ম্যানসিটি। এ সময় ফ্রি কিক থেকে জেরেমি ডোকুরে বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জালে জড়ান ফোডেন।
বিরতির পর ৫৩ মিনিটে হালান্ড বাম পায়ের শটে গোল করে ব্যবধান বাড়ান। তাকেও গোলে অ্যাসিস্ট করেন ডোকু। ৬৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ম্যানসিটিকে ৩-০ গোলে এগিয়ে নেন হালান্ড।
এ সময় পাল্টা আক্রমণে উঠে বার্নার্ডো সিলভা বল বাড়িয়ে দেন হালান্ডকে। তিনি বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়িয়ে দেন। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন