নিরাপত্তাপ্রযুক্তি ও পণ্য নিয়ে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনী
Published: 16th, September 2025 GMT
নিরাপত্তাপ্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে বৃহস্পতিবার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো’ নামের এ প্রদর্শনী চলবে তিন দিন। তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), আই-স্টেশন লিমিটেড ও দুবাইয়ের প্রযুক্তিপ্রতিষ্ঠান জিপিই এক্সপো (এফজেডই) আয়োজিত এ প্রদর্শনীতে দেশ-বিদেশের নিরাপত্তা পণ্য নির্মাতা ও আমদানিকারক প্রতিষ্ঠানের পাশাপাশি সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেবেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। প্রদর্শনীতে নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক প্রযুক্তিপণ্য প্রদর্শনের পাশাপাশি একাধিক বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন আয়োজন করা হবে। ফলে আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেশি নিরাপত্তা ও সুরক্ষা পণ্য নির্মাতা প্রতিষ্ঠান, তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সরাসরি আলোচনা করতে পারবেন। ফলে আন্তর্জাতিক উদ্ভাবনের সঙ্গে দেশীয় নিরাপত্তাপ্রযুক্তি শিল্পের সংযোগ তৈরি হবে।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘সময়ের পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং নগরায়ণ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নিরাপত্তাব্যবস্থা আধুনিক করা সময়ের দাবি। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপোতে দেশ-বিদেশের নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞরা অংশ নেবেন।’
আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধুসূদন সাহা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রতিনিয়তই প্রযুক্তি বদলাচ্ছে। একই সঙ্গে বদলাচ্ছে নিরাপত্তা সুরক্ষা প্রযুক্তির ধরনও। তাই দেশের মানুষের সম্পদ ও তথ্যের নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত নিরাপত্তা হুমকির পটভূমিতে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো বৈশ্বিক প্রযুক্তিকে স্থানীয় বাস্তবতায় প্রয়োগের সুযোগ করে দেবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে