সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
Published: 17th, September 2025 GMT
ঢাকার সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চার দফা দাবিতে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে তারা বিক্ষোভ করছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
যে দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন সেগুলো হলো—
১.
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
৩. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।
ঢাকা/রায়হান/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা