গোপালগঞ্জে ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মো. সীমান্ত নামে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকার উপপরিদর্শক (এএসআই) জয়রাম বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হেলপার মো. সীমান্ত যশোর জেলার বেনাপোলের পুটখালী এলাকার বাসিন্দা মফিজুর রহমানের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী এএসআই জয়রাম বিশ্বাস জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়ায় খুলনাগামী একটি কাভার্ড ভ্যান পিছন দিক থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই হেলপার সীমান্ত নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঢাকা/বাদল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ