ফুসফুসটা বিগড়ে গেছে; গীতিকবি রাজীব আশরাফ তখন হাসপাতালে ভর্তি। হাসপাতাল থেকে সংগীতশিল্পী সুনিধি নায়েকের সঙ্গে খুদে বার্তায় কথা চালাচালি করছিলেন। এর মধ্যে সুনিধিকে ‘ভাল্লাগেনা’ কবিতাটি পাঠিয়ে রাজীব বলেছিলেন, ‘কবিতাটা তুমি আর অর্ণব গেয়ো।’

পরে ২০২০ সালে কবিতাটি রাজীবের কবিতার বই ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’-এ প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছিলেন অর্ণব। রাজীবের সঙ্গে তাঁর বন্ধুত্বটা গাঢ় ছিল। রাজীবের লেখা, অর্ণবের গাওয়া ‘হোক কলরব’সহ বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পেয়েছে।

২০২৩ সালের ১ সেপ্টেম্বর মারা গেছেন রাজীব আশরাফ। রাজীবের কথা রেখেছেন অর্ণব, ‘ভাল্লাগেনা’ কবিতাটি পাওয়ার পরপরই সুর তুলেছিলেন তিনি। ফলে সুরটি শুনে যেতে পেরেছেন রাজীব; সুনিধির ভাষ্য, সুরটা শুনে খুব খুশি হয়েছিলেন রাজীব।

তবে গানটি প্রকাশের পর শুনে যেতে পারলেন না রাজীব, সেটি নিয়ে অর্ণব ও সুনিধির আফসোসের সীমা নেই। রাজীবের গানের নামেই অ্যালবামের নাম রেখেছেন ভাল্লাগেনা; অ্যালবামটি তাঁকে উৎসর্গ করা হয়েছে।

অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে অর্ণব.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অবশেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা, তবে…

অবশেষে ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফিরছে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, খুব শিগগিরই তারা সমর্থকদের জন্য উন্মুক্ত অনুশীলনের আয়োজন করবে। নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যুতে মাঠে নামবে দল, আর গ্যালারিতে বসে তা দেখবেন সমর্থকেরা। তবে এখনই এই মাঠে কোনো ম্যাচ খেলবে না বার্সা।

লা লিগার চ্যাম্পিয়নরা আপাতত অনুমতি পেয়েছে ২৫ হাজার ৯৯১ দর্শক নিয়ে ক্যাম্প ন্যুতে খেলা আয়োজনের। তবে বার্সেলোনা এখনই ঘরের মাঠে ফিরছে না। ৪৫ হাজার ৪০১ দর্শককে জায়গা দেওয়ার অনুমতি চেয়েছে লিগ কর্তৃপক্ষের কাছে। আশা করছে, আরও কিছু সংস্কারের পর সেই অনুমতি মিলবে।

প্রায় ৯০০ দিন পর ক্যাম্প ন্যুতে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করবে বার্সেলোনা

সম্পর্কিত নিবন্ধ