Prothomalo: 
              
				
 				
				2025-10-31@17:58:05 GMT
			  
			  
			  অন্তঃসত্ত্বা ক্যাটরিনার ছবি ফাঁস, রেগে আগুন সোনাক্ষী
Published: 31st, October 2025 GMT
আর কিছু দিনের মধ্যেই মা হবেন ক্যাটরিনা কাইফ। বেবিবাম্পের ছবি ভাগ করে নিয়ে সেপ্টেম্বর মাসে সুখবর দিয়েছিলেন তিনি। কিন্তু পাপারাজ্জিরা অন্তঃসত্ত্বা ক্যাটরিনাকে একবারও ক্যামেরাবন্দী করতে পারেননি। অবশেষে ক্যাটরিনার বাড়ির বাইরে থেকেই তাঁকে ক্যামেরাবন্দী করার চেষ্টা করলেন তাঁরা। এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রীর অনুরাগীরা।
আজ শুক্রবার সকালে ক্যাটরিনার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের বাড়ির বারান্দায় ছিলেন অভিনেত্রী। পরনে ছিল হালকা গোলাপি রঙের পোশাক। ছবি ঝাপসা হলেও, ক্যাটরিনার চোখেমুখে মাতৃত্বের ছাপ লক্ষ করেন অনুরাগীরা। কিন্তু এভাবে কেন ছবি তোলা হলো? সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।
ক্যাটরিনা কাইফ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রমনায় কারাতে প্রশিক্ষণ
২ / ৮কারাতের কৌশল আত্মস্থ করার চেষ্টা
 মোংলায় খালে ভাসছিল নবজাতকের মরদেহ
মোংলায় খালে ভাসছিল নবজাতকের মরদেহ