Prothomalo:
2025-10-17@16:39:58 GMT

পাসপোর্ট ফিরে পেলেন রিয়া

Published: 17th, October 2025 GMT

প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর জীবনে ঝড় বয়ে যায়। মাদক মামলায় জড়িয়ে তাঁকে দীর্ঘ কারাবাস ভোগ করতে হয়। কিছুদিন আগে সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিন্তু পাসাপোর্ট ফিরে পাননি। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর পাসপোর্ট ফিরে পেলেন অভিনেত্রী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত রাজপুতের মৃত্যুর পরপরই রিয়া ও তাঁর ভাই শৌমিক গ্রেপ্তার হন, পরে জামিনে মুক্তি পান। সেই সময় ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রিয়ার পাসপোর্ট জব্দ করেছিল। তবে সম্প্রতি বোম্বে হাইকোর্ট অভিনেত্রীকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

রিয়ার বক্তব্য
পাসপোর্টের ছবি দিয়ে আবেগঘন এক পোস্টে রিয়া লিখেছেন, ‘পাঁচ বছরের জন্য ধৈর্য ছিল আমার একমাত্র পাসপোর্ট। অসংখ্য লড়াই, শেষ না হওয়া আশা। আজ আমি আবার আমার সত্যিকারের পাসপোর্ট হাতে পেলাম। এখন আমি নিজের জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত।’ তাঁর এই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘অভিনন্দন। জীবনের নতুন অধ্যায় সফল হোক। আপনি অপ্রতিরোধ্য।’

রিয়া চক্রবর্তী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত ফাহিম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিএস ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে লড়ছিলেন শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ফাহিম রেজা। নির্বাচনে জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত হয়েছেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে  বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল  ঘোষণা করেন রাকসু নির্বাচন কমিশন।

আরো পড়ুন:

রাকসুতে ছাত্রদলের প্যানেলে খেলোয়াড় নার্গিস নির্বাচিত 

রাকসুতে শিবিরের প্যানেলে সনাতন ধর্মালম্বী সুজন জয়ী 

কমিশনের তথ্যনুসারে, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৮ জন প্রার্থী। এতে ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে তিনজন, একজন স্বতন্ত্র এবং একজন সাবেক সমন্বয়ক নির্বাচিত হয়েছেন। এতে রাকসুর ভিপি পদের পাশাপাশি ৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদে পাশাপাশি ৪ হাজার ৬৯০ ভোট পেয়ে সিনেট সদস্য  নির্বাচিত হয়েছেন এসএম সালমান সাব্বির। এছাড়াও রাকসুর জিএস পদের পাশাপাশি ১২ হাজার ৮৩৩ ভোট পেয়ে সিনেট সদস্য পদে নির্বাচিত হলেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

এদিকে, ফাহিম রেজা ৮ হাজার ২০৫ ভোট পেয়ে এবং আকিল বিন তালেব ৫ হাজার ৭০৭ ভোট পেয়ে সিনেট সদস্য হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল বলেন, ‘‘আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে নির্বাচন করার। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক খুশি। যারা নির্বাচিত হয়েছেন, তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।’’
 

ঢাকা/ফাহিম/বকুল

সম্পর্কিত নিবন্ধ