প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত–যুক্তরাষ্ট্র ১০ বছর মেয়াদি চুক্তি সই
Published: 31st, October 2025 GMT
আগামী ১০ বছরে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এটি জানান।
এক্সে পোস্টে হেগসেথ লিখেছেন, এ চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধমূলক সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য ভাগাভাগি ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।
আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর হেগসেথ এ ঘোষণা দেন। কুয়ালালামপুরে চলমান আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে বৈঠকটি হয়।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, রাজনাথ সিংও এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তাঁর ও হেগসেথের মধ্যে হওয়া বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন।
রাজনাথ লিখেছেন, ‘কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে আমার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা “ফ্রেমওয়ার্ক ফর দ্য ইউএস-ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপ” নামের ১০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছি। এর মধ্য দিয়ে আমাদের প্রতিরক্ষা খাতে বিদ্যমান দৃঢ় সম্পর্ক নতুন যুগে প্রবেশ করবে।’
রাজনাথ আরও বলেন, প্রতিরক্ষা রূপরেখা চুক্তিটি ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কের পুরো ক্ষেত্রে নীতিগত দিকনির্দেশনা দেবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজ চীনের প্রতিরক্ষামন্ত্রী দং জুনের সঙ্গেও কথা বলেছেন।
আরও পড়ুনআবারও ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প২৯ অক্টোবর ২০২৫এক্স পোস্টে হেগসেথ লিখেছেন, তিনি চীনের প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ রক্ষা করবে এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখবে। একই সঙ্গে তিনি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান অঞ্চলে চীনের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করতে চাইছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ডসহ কয়েকটি দেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা রয়টার্সকে এ কথা বলেছেন।
ওই কর্মকর্তা জানান, আসিয়ান বা দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের প্রতিরক্ষামন্ত্রীদের এ বৈঠকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার প্রতিনিধিদলও উপস্থিত রয়েছে।
আরও পড়ুনরাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতকে উচ্চ শুল্ক দিতেই হবে: ডোনাল্ড ট্রাম্প২০ অক্টোবর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র র জন থ
এছাড়াও পড়ুন:
১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যােগে নাসিক ১২ ও ১৩ নং ওয়ার্ডের শতাধিক পোলিং এজেন্টদের নিয়ে শুক্রবার শহরের মাসদাইর এলাকায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী এইচ এম নাসির উদ্দিন। এসময় তিনি বলেন ভোট একটি পবিত্র আমানত কখনোই খেয়ানত হতে দেওয়া যাবেনা। দেশের মানুষ এবার জাগ্রত হয়েছে সন্ত্রাস দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, আমরা শুধু আমাদের নৈতিক দায়িত্ব সঠিক ভাবে পালন করবো ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ পূর্ব থানার আমির মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্ব ও সেক্রেটারী হাফেজ কামরুল হোসাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব থানার সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, মাওলানা নজরুল ইসলাম এবং থানার কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ।
 শিক্ষকদের অনশনস্থলে স্বাস্থ্যসেবা দিচ্ছে এনসিপি
শিক্ষকদের অনশনস্থলে স্বাস্থ্যসেবা দিচ্ছে এনসিপি