মাছ নিয়ে উল্টো পথে যাওয়ার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক রঞ্জু আহমেদ (৩৫) নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের হাটিকুমরুল ধোপাকান্দি ব্রিজ এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। 

আরো পড়ুন:

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ভাঙারি ব্যবসায়ী নিহত

পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২

নিহত রঞ্জু আহমেদ উপজেলার চরিয়াশিকা দক্ষিণ পাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‍“অটোভ্যানটি মাছ নিয়ে উল্টো পথে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক। অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০

চট্টগ্রামের দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়ার ওয়াসা মোড় সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

৪০ বছরেও পাকা হয়নি হাওলাদারপাড়া-বারঘর সড়ক

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের ৪ মামলায় জরিমানা

পুলিশ জানায়, দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যরা বাসে করে সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ