তিস্তা ব্যারেজ পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত
Published: 17th, October 2025 GMT
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন তার সহধর্মিণী জাহারা চাভোশি।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত মনসুর চাভোশি ও তার সহধর্মিণী তিস্তা নদী এবং ব্যারেজের ৫২টি সুইচ গেট ঘুরে দেখেন। তারা তিস্তা নদী ও ব্যারেজ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
পরিদর্শন শেষে মনসুর চাভোশি পুনরায় রংপুরের উদ্দেশ্যে রওনা হন। পরিদর্শনের সময় তার সঙ্গে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবীসহ পানি উন্নয়ন বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ওসি মাহমুদুন্নবী বলেন, ‘‘রাষ্ট্রদূতের নিরাপত্তায় তিস্তা ব্যারেজ এলাকায় গিয়েছিলাম। দুপুরে খাওয়া-দাওয়া শেষে তিনি চলে গেলে আমরা থানায় ফিরে আসি।’’
ঢাকা/নিয়াজ/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লোক হাসায় কমেডিয়ান, কিন্তু...
ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ‘ডিমলাইট’ ফিল্ম মুক্তি পেয়েছে গতকাল রাতে। শরাফ আহমেদ জীবনের নতুন এই সিনেমার প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। ফিল্মটির সহপ্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।
তবে এত বছরের অভিনয়জীবনে এই সিনেমায় প্রথমবার স্ট্যান্ড-আপ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। যেখানে মানুষের দৈনন্দিন যন্ত্রণা, হতাশা ও ব্যর্থতাকেই হাসির ভাষায় প্রকাশ করতে হয়। এখানে তিনি এমন এক মধ্যবয়সী মানুষ, যে মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করে; কিন্তু নিজের জীবনের হাসিটাই হারিয়ে ফেলেছে।
‘ডিমলাইট’ কেবল একটি কমেডি নয়। এই সিনেমা মূলত হাসির আড়ালে লুকিয়ে থাকা এক গভীর সংকটের গল্প বলে। মোশাররফ করিমের চরিত্রটি ভুগছেন তথাকথিত মিডলাইফ ক্রাইসিসে। যেখানে দায়িত্ব, সংসার, কাজ আর সম্পর্কের চাপে ধীরে ধীরে আলো-আঁধারিতে ঢাকা পড়ে জীবনের মূল অনুভূতিগুলো। নির্মাতা শরাফ আহমেদ জীবনের ভাষায়, ‘জীবনের অনেক সমস্যা আছে, যেগুলো প্রচণ্ড আলোতেও দেখা যায় না আবার ঘুটঘুটে অন্ধকারেও নয়। সেগুলো দেখতে দরকার পরিমিত আলো, ঠিক সেই কারণেই “ডিমলাইট”। এই প্রতীকী আলোতেই দর্শক দেখতে পাবেন মোশাররফ করিমের একেবারে ভিন্ন রূপ।’
সেনসেশন কনডমস প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’ পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদ হাসনাত। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিচালক শরাফ আহমেদ নিজেই। মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন ও পারসা ইভানা।
চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়, ‘মোশাররফ করিম চরকিতে ফিরছেন আরও একটি নতুন রূপে