গাইবান্ধায় এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
Published: 17th, October 2025 GMT
গাইবান্ধার সাদুল্লাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এসকেএস ফাউন্ডেশনের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শাখার আবাসিক কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
মোংলায় খালে ভাসছিল নবজাতকের মরদেহ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে মরদেহ উদ্ধার
নিহতের নাম বিল্লাল হোসেন (৩৫)। তার বাড়ি পঞ্চগড়ে। তিনি এসকেএস ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ বিভাগে ধাপেরহাট শাখার সহকারী ব্যবস্থাপক ছিলেন।
এসকেএস ফাউন্ডেশন ধাপেরহাট শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ‘‘আমি ছুটিতে আছি। বিল্লাল হোসেন এই শাখায় কর্মরত ছিলেন। শুনেছি, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে তার ঝামেলা চলছিল।’’
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ‘‘খবর পেয়ে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, অফিসের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’
ঢাকা/মাসুম/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ ধ প রহ ট উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
‘জালিয়াতি রাষ্ট্রের’ যুগে প্রবেশ করেছে বিশ্ব
বিস্ফোরণ শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই মিয়ানমারে অবস্থিত বিজনেস পার্কটি খালি হয়ে যাচ্ছিল। বোমা বিস্ফোরণের পর কর্তৃপক্ষ খালি অফিস ব্লকগুলো ভেঙে ফেলে। ডিনামাইট একটি চারতলা হাসপাতাল, নীরব কারাওকে কমপ্লেক্স, জনশূন্য জিম এবং ডর্ম রুমগুলিকে ধ্বংস করে দিয়েছিল।
মিয়ানমারের জান্তার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে কুখ্যাত ‘স্ক্যাম কেন্দ্র’ গুলোর মধ্যে অন্যতম কে কে পার্কের সমাপ্তি ঘটেছে। এই কেন্দ্রটিতে হাজার হাজার মানুষকে আটকে রাখা হয়েছিল, বিশ্বজুড়ে মানুষকে নিরলসভাবে প্রতারণা করা হয়েছিল। এখন।
কিন্তু বিজনেস পার্কের পরিচালকরা অনেক আগেই পালিয়ে গিয়েছিলেন: স্পষ্টতই একটি অভিযান শুরু হওয়ার খবর পেয়ে তারা অন্যত্র সরে গিয়েছিলেন। এছাড়া এক হাজারেরও বেশি কর্মী সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। অবশ্য এরপরেও দুই হাজার জনকে আটক করা হয়েছিল। কিন্তু ২০ হাজার কর্মী, সম্ভবত পাচার এবং নির্মমভাবে নির্যাতনের শিকারের পরে নিখোঁজ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে জান্তার নজর এড়িয়ে শত শত জালিয়াতি কেন্দ্র মিয়ানমারে বিকশিত হচ্ছে।
বহু বিলিয়ন ডলারের বিশ্বব্যাপী জালিয়াতি শিল্প এতটাই প্রকট হয়ে উঠেছে যে বিশেষজ্ঞরা বলছেন, আমরা ‘জালিয়াতি রাষ্ট্র’ এর যুগে প্রবেশ করছি। মাদকরাষ্ট্রের মতো, এই শব্দটি এমন দেশগুলোকে বোঝায় যেখানে একটি অবৈধ শিল্প বৈধ প্রতিষ্ঠানের গভীরে প্রবেশ করেছে, অর্থনীতিকে পুনর্গঠন করেছে, সরকারকে দুর্নীতিগ্রস্ত করেছে এবং একটি অবৈধ নেটওয়ার্কের উপর রাষ্ট্রীয় নির্ভরতা প্রতিষ্ঠা করেছে।
কে কে পার্কে অভিযান দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে জালিয়াতি কেন্দ্রগুলির বিরুদ্ধে ব্যাপক প্রচারিত অভিযানের সর্বশেষ ঘটনা। তবে আঞ্চলিক বিশ্লেষকরা জানাচ্ছেন, এগুলো মূলত পারফর্মিং বা মধ্যম খেলোয়াড়দের লক্ষ্য করে, যা কর্মকর্তাদের ‘রাজনৈতিক নাটক।’ কারণ কর্মকর্তারা জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। অবশ্য অত্যন্ত লাভজনক খাতকে নির্মূল করার ক্ষেত্রে তাদের খুব কম আগ্রহ রয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের ভিজিটিং ফেলো এবং মেকং-এ ট্রান্সন্যাশনাল ও সাইবার অপরাধের বিশেষজ্ঞ জ্যাকব সিমস বলেছেন, “এটি হ্যাক-এ-মোল খেলার একটি উপায়, যেখানে আপনি কোনো তিল মারতে চান না।”
সিমস জানান, গত পাঁচ বছরে জালিয়াতি ‘ছোট অনলাইন জালিয়াতির চক্র থেকে শিল্প-স্তরের রাজনৈতিক অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে।’
তিনি বলেন, “মোট জিডিপির দিক থেকে, এটি সমগ্র মেকং উপ-অঞ্চলের জন্য প্রভাবশালী অর্থনৈতিক ইঞ্জিন। এর অর্থ হল এটি প্রভাবশালী - যদি প্রভাবশালী না হয় - রাজনৈতিক ইঞ্জিনগুলির মধ্যে একটি।”
বর্তমানে এই স্ক্যাম বা জালিয়াতি শিল্পের বিশ্বব্যাপী আকারের আনুমানিক পরিমাণ ৭০ বিলিয়ন ডলার থেকে শুরু করে শত শত বিলিয়ন ডলার পর্যন্ত। এটি এমন একটি মাত্রা যা একে বিশ্বব্যাপী অবৈধ মাদক ব্যবসার সমান করে তুলছে। কেন্দ্রগুলো সাধারণত আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়, প্রায়শই চীন থেকে উদ্ভূত হয়, তবে তাদের মূল অবস্থান দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
২০২৪ সালের শেষের দিকে মেকং দেশগুলো- মিয়ানমার, কম্বোডিয়া ও লাওসে সাইবার জালিয়াতি কার্যক্রম বছরে আনুমানিক ৪৪ বিলিয়ন ডলার আয় করছিল, যা সম্মিলিত আনুষ্ঠানিক অর্থনীতির প্রায় ৪০ শতাংশের সমান। এই সংখ্যাটি রক্ষণশীল বলে মনে করা হয় এবং ক্রমবর্ধমান।
ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের বিরুদ্ধে গ্লোবাল ইনিশিয়েটিভের জেসন টাওয়ার বলেছেন, “এটি একটি বিশাল প্রবৃদ্ধির ক্ষেত্র। এটি ২০২১ সাল থেকে একটি বিশ্বব্যাপী অবৈধ বাজারে পরিণত হয়েছে এবং আমরা এখন প্রতি বছর ৭০ বিলিয়ন ডলারের বেশি অবৈধ বাজারের কথা বলছি।”
ঢাকা/শাহেদ