টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। শহর ও গ্রামাঞ্চলের অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে, এদিন সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। বৃষ্টিপাত আগামী দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টি শেষে উত্তরাঞ্চলে শীত অনুভূত হতে শুরু করবে।

আরো পড়ুন:

সবজি চারা উৎপাদনে ব্যস্ত মানিকগঞ্জে কৃষকরা

সস্ত্রীক ছিনতাইকারীর কবলে ফেনী স্টেশন মাস্টার, গ্রেপ্তার ৩

ধান ক্ষেতে জমে থাকা পানিতে মাছ ধরছেন এক ব্যক্তি

অসময়ের এই বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকার কাঁচা সড়ক কাদামাটিতে পরিণত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে ঘরবন্দি সময় কাটাচ্ছেন তারা। এছাড়া টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‍“আগামী দুই থেকে তিনদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি শেষে এ অঞ্চলে দ্রুত তাপমাত্রা হ্রাস পেতে পারে। ফলে শীতের ভরপুর অনুভূতি শুরু হবে।”

ঢাকা/নাঈম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিলেটে নিজ বাসার ছাদে আ.লীগ নেতার লাশ 

সিলেটে নিজ বাসার ছাদ থেকে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৯টার মধ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরো পড়ুন:

সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার

মসজিদের ছাদ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানিয়েছেন, ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”

ঢাকা/নূর/রফিক

সম্পর্কিত নিবন্ধ