বিশ্বকাপে ভিনিসিয়ুসদের সঙ্গে জাতীয় সংগীত গাইতে চান আনচেলত্তি
Published: 17th, October 2025 GMT
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন প্রস্তুতিতে পূর্ণ মনোযোগী ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে আনচেত্তি যে শুধু ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর প্রস্তুতি নিচ্ছেন তা নয়, বিশ্বকাপে ভিনিসিয়ুসদের সঙ্গে ব্রাজিলের জাতীয় সংগীত গাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন এই ইতালিয়ান কোচ।
গতকাল ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় সংগীত গাওয়ার ইচ্ছা, বিশ্বকাপ প্রস্তুতি ও লক্ষ্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন আনচেলত্তি। ব্রাজিলের জাতীয় সংগীতে মুগ্ধ আনচেলত্তি ফিফাকে বলেন, ‘জাতীয় সংগীত শোনা এবং সেলেসাওয়ের (ব্রাজিল দলের) হয়ে প্রতিনিধিত্ব করা যেকোনো খেলোয়াড় বা কোচের জন্যই খুব বিশেষ এক অনুভূতি। আমি এটা শিখতে চাই। খেলোয়াড়দের সঙ্গে জাতীয় সংগীত গাওয়ার জন্য আমার হাতে এক বছর সময় আছে। আমি সত্যিই এটা করতে চাই।’
বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় সংগীত গাইতে চান আনচেলত্তি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কাশিপুরে খাল পরিছন্নতায় নিজেই নেমে পড়লেন যুবদল নেতা রনি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে শুরু হয়েছে খাল পরিস্কার অভিযান।
শুক্রবার সকালে ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় “কইল্লানি খাল” পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে শুরু হওয়া এ অভিযানে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী অংশ নেন।
খালটিতে বছরের পর বছর ময়লা-আবর্জনা ও দূষণের কারণে সদর উপজেলা ও ফতুল্লা এলাকার প্রায় ১৫-২০ লাখ বাসিন্দা জলাবদ্ধতা ও দুর্গন্ধের ভোগান্তিতে পড়েছিলেন।
উদ্বোধন শেষে গণমাধ্যমে মশিউর রহমান রনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে প্রথম খাল খননের উদ্যোগ নেন। আমরা তাঁর নীতি অনুসরণ করেই জেলার ঐতিহ্যবাহী খালগুলো রক্ষায় মাঠে নেমেছি।
তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি জনভোগান্তি নিরসনে কাজ করছে। কইল্লানি খাল পরিচ্ছন্ন কার্যক্রমও সেই উদ্যোগেরই অংশ।”
তিনি অভিযোগ করে বলেন,“দীর্ঘদিন ধরে সাবেক এমপি শামীম ওসমান এই খালের কোনো সংরক্ষণ ব্যবস্থা নেননি। বরং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল।
তারা বর্ষা এলেই পানিতে নেমে অভিনয় করতো, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। এখন আমরা সত্যিকারের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করছি, যাতে মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পায়।”
পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা দেয়া বিডি ক্লিন নারায়ণগঞ্জ শাখার সমন্বয়ক জানান, “জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি খালটি পরিস্কারের উদ্যোগ নেওয়ার পর আমরা সহযোগিতার হাত বাড়াই।
আজ প্রায় সাড়ে চারশত যুবদলের ও ছাত্রদল স্বেচ্ছাসেবী এ অভিযানে অংশ নিচ্ছে। যতদিন প্রয়োজন, আমরা এই খাল পরিষ্কার রাখার কাজ চালিয়ে যাব।”
প্রসঙ্গত, জেলা প্রশাসনের তথ্যমতে নারায়ণগঞ্জে মোট ৯২ কিলোমিটার দীর্ঘ ৬৭টি খাল এখনো টিকে আছে। এর মধ্যে ১৭ কিলোমিটার খাল দখল হয়ে গেছে, সাতটি খাল কেনাবেচা হয়েছে এবং আরও নয়টি খাল মৃতপ্রায় অবস্থায় আছে।