সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার
Published: 31st, October 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলার বিজয় নগরের নতুন সড়কে পাশের পরিত্যক্ত জায়গা থেকে রিজওয়ান (৩০) ও চৈতী কম্পোজিট কারখানার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
মসজিদের ছাদ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
বগুড়ায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার
রিজওয়ান উপজেলার বারদী ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিজওয়ানের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। মরদেহ থেকে কিছুটা দূরে অটোরিকশা পড়ে ছিল। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক সেলিম মিয়া বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’’
অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৈতী কম্পোজিট কারখানার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ঢাকা/অনিক/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ য বক র
এছাড়াও পড়ুন:
বাবর আজমের রেকর্ড, পাকিস্তানের জয়
চার হচ্ছিল, ছক্কা হচ্ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুত গতিতে পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারিতে শোনা যাচ্ছিল ‘বাবর, বাবর’ স্লোগান। মানে একটাই-ব্যাটিংয়ে বাবর আজমকে দেখতে চাচ্ছিলেন পাকিস্তানের সমর্থকেরা। সেটা অন্তত দল জেতার আগে তাঁর ৯ রান করার সুযোগ থাকার মধ্যে!
৯ রানই কেন? আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের রোহিত শর্মাকে টপকে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে যে এই রানই দরকার ছিল বাবরের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের ফেরার ম্যাচেও একই রান দরকার ছিল। কিন্তু সেই ম্যাচে বাবর কোনো রানই করতে পারেননি।
 মোংলায় খালে ভাসছিল নবজাতকের মরদেহ
মোংলায় খালে ভাসছিল নবজাতকের মরদেহ