টস জিতে ব‌্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক লিটন দাস বড় কিছুর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ব‌্যাটিংয়ে ব‌্যর্থতার মোড়কে আটকে থাকা বাংলাদেশ আজও পারেননি বের হয়ে আসতে। সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে পুঁজি মাত্র ১৫১ রান। দলের মাত্র দুই ব‌্যাটসম‌্যান যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। বাকিরা অসা-যাওয়ার মিছিলে। অথচ একই উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ব‌্যাটসম‌্যানরা ছিলেন ছন্দে। শট খেলায় কোনো জড়তা ছিল না তাদের। স্বাভাবিক টাইমিং মিলিয়ে সতেজ শটে অনায়েসে রান তুলে ১৭ বল আগে লক্ষ‌্যে পৌঁছে যায়। কেন এমনটা হলো? পরাজয়ের কারণ কী?

অধিনায়ক লিটন পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন, শিশিরের কারণে সমস‌্যা হয়েছে বোলারের। হারের দায় শিশিরকে দিয়েছেন তিনি। লিটনের ভাষ‌্য, ‘‘আমার মনে হয় মাঝে মাঝে কিছু কিছু বিষয় নিয়ন্ত্রণ করা যায় না। যখন তারা ব্যাট করেছে, তখন শিশির বেশি পড়েছে। তারা ভাগ্যবান ছিল যে পরে ব‌্যাটিং করতে পেরেছিল। যা আমরা খেলার আগে বিচার করতে পারি না বা আমাদের নিয়ন্ত্রণেও থাকে না।’’

আরো পড়ুন:

হার, হতাশা, হাহাকার

হাজার রানে দ্রুততম তানজিদ, শেফার্ডের হ‌্যাটট্রিক

লক্ষ‌্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ধীর গতির হয়েছিল। প্রথম ৩ ওভারে ১ উইকেট হারিয়ে রান তুলেছিল কেবল ৬। কিন্তু উইকেট ঠিকমতো বুঝে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তারা খোলস থেকে বেরিয়ে আসেন। শুরুটা করেন আমির জাঙ্গু। পরে রোস্টন চেজ ও আকিম আগাস্তে বিধ্বংসী ব‌্যাটিংয়ে বাংলাদেশকে নাড়িয়ে দেন। চতুর্থ উইকেটে চেজ ও আগাস্তে ৪৬ বলে ৯১ রানের জুটি গড়েন। হোয়াইটওয়াশ এড়ানোর ম‌্যাচে ৫ উইকেটে হেরে বাংলাদেশ কঠিন লজ্জাই পেয়েছে। 

নিজেদের দায় এড়িয়ে প্রতিপক্ষকে বাহবা দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক, ‘‘পুরো সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দারুণ ব‌্যাটিং ও বোলিং করেছে। সিরিজের আগে আমরা কঠিন সময়ের মুখোমুখি হতে চেয়েছিলাম। তারা আমাদেরকে কঠিন সময়ই দিয়েছে। আশা করছি আমরা শক্তভাবে ফিরে আসবো এবং সেরা খেলাটা খেলে এগিয়ে যাবো।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

ভেনেজুয়েলায় হামলার ‘পরিকল্পনা নেই’, বললেন ট্রাম্প

ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভেনেজুয়েলার আশপাশে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় আশঙ্কা দেখা দিয়েছে— ট্রাম্প প্রশাসন কারাকাসে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে নৌ-বাহিনীর আটটি জাহাজ মোতায়েন করেছে। পুয়ের্তো রিকোতে রাডার ফাঁকি দিতে সক্ষম এফ-৩৫  যুদ্ধবিমান পাঠিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর একটি বহর (এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ) অঞ্চলটির দিকে রওনা দিয়েছে। প্রসঙ্গত, ক্যারিবীয় সাগরের পুয়ের্তো রিকো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত একটি অঞ্চল।

ওয়াশিংটনের দাবি, সরকার পরিবর্তন নয়, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করাই এই বিপুল সামরিক শক্তি মোতায়েনের উদ্দেশ্য।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, আপনি কি (ভেনেজুয়েলায়) হামলার কথা বিবেচনা করছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘না।’ ট্রাম্প মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন।

ওয়াশিংটন গত সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক চোরাচালান যুক্ত নৌযান লক্ষ্য করে হামলা শুরু করে। এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। ১৪টি নৌযান ও একটি আধা-ডুবোজাহাজ ধ্বংস হয়েছে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের ‘গোপন অভিযান’ ঠেকাতে সামরিক মহড়া চালাচ্ছে ভেনেজুয়েলা২৬ অক্টোবর ২০২৫

ওই সব ছোট নৌযানকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করে ট্রাম্প প্রশাসনে। তাঁদের অভিযোগ, এসব নৌযান মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নৌযানগুলোতে সুনিশ্চিতভাবে চোরাকারবারি থেকে থাকলেও এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমতুল্য।

ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি মোতায়েনের পাশাপাশি ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির বি-৫২ ও বি-১বি বোমারু বিমান চক্কর দিয়েছে। গত সোমবার সর্বশেষ এসব বোমারু বিমানকে সেখানে চক্কর দিতে দেখা গেছে।

নৌযানে হামলা ও সামরিক শক্তি মোতায়েনের ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করেন, ওয়াশিংটন কারাকাসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এবং এ অঞ্চলে ‘কৃত্রিম যুদ্ধ পরিস্থিতি’ তৈরি করেছে।

আরও পড়ুনসিআইএর গোপন অভিযান: ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে পরিণতি কী হবে১৮ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ