নোয়াখালী বিভাগ চেয়ে খামারবাড়িতে বিক্ষোভ
Published: 17th, October 2025 GMT
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান চলার মধ্যেই নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ করছেন একদল মানুষ।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশ পথের কাছে বিক্ষোভকারীদের ‘আমরা নোয়াখালী বিভাগ চাই' স্লোগান দিতে দেখা যায়।
এ সময় সেখানে সেনা মোতায়েন ছিল এবং তাদের বিক্ষোভকারীদের এভিনিউতে প্রবেশে বাধা দিতেও দেখা গেছে।
আন্দোলনকারীদের একজনকে লাউড স্পিকারের মাধ্যমে ঘোষণা করতে শোনা যায়, ‘নোয়াখালী বিভাগের দাবি পূরণ করতে হবে।'
নীল টি-শার্ট পরে বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে স্লোগান দেন এবং প্ল্যাকার্ড তুলে ধরেন।
ওই এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যেই নোয়াখালী ও পার্শ্ববর্তী জেলার লোকজন বিক্ষোভে যোগ দেন।
ঢাকা/আসাদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত ফাহিম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিএস ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে লড়ছিলেন শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ফাহিম রেজা। নির্বাচনে জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত হয়েছেন তিনি।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন রাকসু নির্বাচন কমিশন।
আরো পড়ুন:
রাকসুতে ছাত্রদলের প্যানেলে খেলোয়াড় নার্গিস নির্বাচিত
রাকসুতে শিবিরের প্যানেলে সনাতন ধর্মালম্বী সুজন জয়ী
কমিশনের তথ্যনুসারে, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৮ জন প্রার্থী। এতে ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে তিনজন, একজন স্বতন্ত্র এবং একজন সাবেক সমন্বয়ক নির্বাচিত হয়েছেন। এতে রাকসুর ভিপি পদের পাশাপাশি ৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদে পাশাপাশি ৪ হাজার ৬৯০ ভোট পেয়ে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন এসএম সালমান সাব্বির। এছাড়াও রাকসুর জিএস পদের পাশাপাশি ১২ হাজার ৮৩৩ ভোট পেয়ে সিনেট সদস্য পদে নির্বাচিত হলেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
এদিকে, ফাহিম রেজা ৮ হাজার ২০৫ ভোট পেয়ে এবং আকিল বিন তালেব ৫ হাজার ৭০৭ ভোট পেয়ে সিনেট সদস্য হয়েছেন।
ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল বলেন, ‘‘আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে নির্বাচন করার। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক খুশি। যারা নির্বাচিত হয়েছেন, তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।’’
ঢাকা/ফাহিম/বকুল