সুবর্ণচরে জাল টাকাসহ কৃষক দল নেতা গ্রেপ্তার
Published: 31st, October 2025 GMT
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ২৪ হাজার টাকার জাল নোটসহ মো. নুর আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুর আলম জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তিনি জাতীয়বাদী কৃষক দলের চরমটুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার কৃষক দলের পদে থাকার বিষয়টি জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহী পলাশ নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
সাতক্ষীরায় ৮ দিনেও খোঁজ মেলেনি অপহৃত কিশোরীর
আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাক্ষাৎ
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, বৃহস্পতিবার রাতে নুর আলম আবদুল্লাহ মিয়ার হাট বাজারের একটি মুদি দোকানে পণ্য কিনতে যান। তিনি দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদার অবশিষ্ট টাকা দিলে তা নিয়ে চলে যাচ্ছিলেন নুর আলম।
দোকানদারের সন্দেহ হলে তিনি পাশের ব্যবসায়ীকে নোটটি দেখান। নোটটি জাল সন্দেহ হওয়ায় নুর আলমকে রাস্তা থেকে আটক করে পুলিশকে খবর দেন ব্যবসায়ীরা। পুলিশ গিয়ে নুর আলমকে তল্লাশি করে তার মানিব্যাগ থেকে ২৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
তিনি জানান, ওই যুবকের বিরুদ্ধে চরজব্বার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) তাকে আদালতের পাঠানোর প্রক্রিয়া চলছে। দুপুরের আগেই তাকে আদালতে পাঠানো হবে।
জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহী পলাশ বলেন, “বিষয়টি আমি আপনার কাছ থেকে শুনলাম। আমরা দলীয়ভাবে খোঁজ খবর নিয়ে দেখব। সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সুজন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সুবর্ণচরে জাল টাকাসহ কৃষক দল নেতা গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ২৪ হাজার টাকার জাল নোটসহ মো. নুর আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুর আলম জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তিনি জাতীয়বাদী কৃষক দলের চরমটুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার কৃষক দলের পদে থাকার বিষয়টি জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহী পলাশ নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
সাতক্ষীরায় ৮ দিনেও খোঁজ মেলেনি অপহৃত কিশোরীর
আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাক্ষাৎ
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, বৃহস্পতিবার রাতে নুর আলম আবদুল্লাহ মিয়ার হাট বাজারের একটি মুদি দোকানে পণ্য কিনতে যান। তিনি দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদার অবশিষ্ট টাকা দিলে তা নিয়ে চলে যাচ্ছিলেন নুর আলম।
দোকানদারের সন্দেহ হলে তিনি পাশের ব্যবসায়ীকে নোটটি দেখান। নোটটি জাল সন্দেহ হওয়ায় নুর আলমকে রাস্তা থেকে আটক করে পুলিশকে খবর দেন ব্যবসায়ীরা। পুলিশ গিয়ে নুর আলমকে তল্লাশি করে তার মানিব্যাগ থেকে ২৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
তিনি জানান, ওই যুবকের বিরুদ্ধে চরজব্বার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) তাকে আদালতের পাঠানোর প্রক্রিয়া চলছে। দুপুরের আগেই তাকে আদালতে পাঠানো হবে।
জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহী পলাশ বলেন, “বিষয়টি আমি আপনার কাছ থেকে শুনলাম। আমরা দলীয়ভাবে খোঁজ খবর নিয়ে দেখব। সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সুজন/মাসুদ
 ৫ম দফায় জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটানো হয়েছে: আলী রীয়াজ
৫ম দফায় জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটানো হয়েছে: আলী রীয়াজ