নারী বিশ্বকাপে গতকাল রাতে ভারত ফাইনালে ওঠার পর একটি পরিকল্পনা করেছেন সুনীল গাভাস্কার। ফাইনালে ভারতের মেয়েরা চ্যাম্পিয়ন হতে পারলে জেমাইমা রদ্রিগেজের সঙ্গে উদ্‌যাপন করবেন ভারতীয় এই কিংবদন্তি। কীভাবে? গান গাইবেন গাভাস্কার আর পাশে দাঁড়িয়ে গিটারে সুর তুলবেন জেমাইমা।

সেমিফাইনালে গতকাল রাতে অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়ায় ভারতের ৫ উইকেটের জয়ে অপরাজিত ১২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন জেমাইমা। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ গাভাস্কার ‘স্পোর্ট টুডে’কে বলেন, ‘ভারত বিশ্বকাপ জিতলে সে (জেমাইমা) এবং আমি—যদি তার আপত্তি না থাকে, একসঙ্গে গান গাইব। সে গিটার বাজাবে, আমি গান গাইব।’

অস্ট্রেলিয়াকে গতকাল রাতে হারানোর পর জেমিমা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রমনায় কারাতে প্রশিক্ষণ

২ / ৮কারাতের কৌশল আত্মস্থ করার চেষ্টা

সম্পর্কিত নিবন্ধ