সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের গত ৩০ অক্টোবর সই করা স্মারকে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার বেলা তিনটায় কোর্টের প্রশাসন ভবনের (ভবন নং-৪) দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসন সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সুপ্রিম কোর্টের আগামী বছরের বর্ষপঞ্জি (২০২৬ সালের বর্ষপঞ্জি) এবং সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকটি ব্যাচের বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতির বিষয় ফুল কোর্ট সভার আলোচ্যসূচিতে রয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওজন কমাতে ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই ডায়েট

আজ বিশ্ব ভেগান দিবস। জীবনযাপনের এই পদ্ধতিতে খাদ্য হিসেবে প্রাণিজ উৎস থেকে কোনো খাবার খাওয়া হয় না। খাওয়া হয় উদ্ভিজ্জ খাবার। শাকসবজি, ফল, ডাল, বীজ ও বাদাম নিরামিষ খাদ্যের একটি বড় অংশ গঠন করে। তারকা, ক্রীড়াবিদসহ অনেকে এখন ভেগান ডায়েটে অভ্যস্ত। তবে ভেজিটেরিয়ান আর ভেগান কিন্তু এক নয়। ভেজিটেরিয়ানরা উদ্ভিজ্জ খাবারের পাশাপাশি দুধ, ডিম ইত্যাদি প্রাণিজ আমিষও খেয়ে থাকেন।

উপকারিতা

ওজন কমাতে ও ব্লাড সুগার বা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।

গাউট বা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে ভেগান ডায়েট খুবই উপকারী।

ভেগান ডায়েট প্রদাহ প্রতিরোধী। এটি শরীরে ব্যথা কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 

প্রাণিজ আমিষে চর্বি থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর। এতে তা নেই। 

ভেগান ডায়েট হৃদ্‌রোগের ঝুঁকি কমায় ও হৃৎপিণ্ডের সুস্থতা নিশ্চিত করে।

ভেগান ডায়েট উচ্চ ফাইবারসমৃদ্ধ, তাই কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অ্যানাল ফিসার, পাইলস, রেক্টাল ক্যানসারের মতো রোগের ঝুঁকি কমায়।

ভেজিটেরিয়ান আর ভেগান কিন্তু এক নয়

সম্পর্কিত নিবন্ধ