মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে আগুন
Published: 1st, November 2025 GMT
মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে আগুন লেগেছে। আজ শনিবার স্থানীয় সময় সকালে রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত ভবনটির সবচেয়ে ওপরের তলায় সূত্রপাত হয় বলে জানা গেছে। ওই তলায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে।
বারনামা সংবাদমাধ্যমের বরাতে স্থানীয় গণমাধ্যম দ্য স্টার জানিয়েছে, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহদ হাফিজান হাসান জানান, আগুনের ঘটনা কেউ হতাহত হয়নি।
আরো পড়ুন:
ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর
থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তির জন্য মালয়েশিয়া সফরে ট্রাম্প
স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ আগুনের খবর পৌঁছানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মাত্র ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ভবনের অভ্যন্তরীণ ফায়ার সেফটি ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার হোজ ও ওয়েট রাইজার ব্যবহৃত হয়েছে। আগুন সকাল ৭টা ৪ মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ সম্পূর্ণ নেভানো হয়।
আগুনের ঘটনায় ভবনের সবচেয়ে ওপরের তলার ওই রেস্তোরাঁটি অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পেট্রোনাস টাওয়ার ৩, স্থানীয়ভাবে ‘মেনারা কারিগালি’ নামে পরিচিত, ৬০তলা বিশিষ্ট ভবন। এটি পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত এবং অফিস, খুচরা দোকান ও খাদ্য ও পানীয় প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত হয়।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাঝে মধ্যে শুনতে হয়, ‘উনি কী আমাদের লোক’: আইজিপি
পুলিশ বাহিনীকে রাজনৈতিক ও কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত একটি জায়গায় নিয়ে যাওয়ার দাবি তুলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
গেল এক বছর পুলিশ প্রধান হিসেবে দায়িত্বপালনের অভিজ্ঞতা তুলে ধরে বাহারুল আলম বলেন, ‘গত নভেম্বর থেকে আইজিপি হিসেবে দায়িত্বপালনের সময়টা মোটেই সুখকর নয়। আমাকে প্রবল প্রতিকূলতার মধ্যেই শুরু করতে হয়েছে এবং আমাকেও মাঝে মধ্যে শুনতে হয়, ‘উনি কী আমাদের লোক?’ ধারাবাহিকভাবে এমন কথা শুনতে হয় বলে জানান তিনি।
আজ শনিবার রাজধানী ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বাহারুল আলম। যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
বৈঠকের শুরুতে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ নিয়ে একটি প্রবন্ধ তুলে ধরেন পুলিশের অতিরিক্ত আইজি (অবসরপ্রাপ্ত) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সহসভাপতি ইয়াসমিন গফুর।
রাজনৈতিক সরকারই দেশ চালাবে এবং তারাই অভিভাবক উল্লেখ করে আইজিপি বাহারুল আলম বলেন, ‘উনারাই (রাজনৈতিক সরকার) তো আমাদের অভিভাবক, আমি মনে করি; সে জায়গাটায় কেন আমি যেতে পারছি না এবং সে ভয় থেকেই আমরা (পুলিশ) বলি, আমাকে রাজনৈতিক প্রভাবমুক্ত, কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে একটা ইনডিপেনডেন্ট বডির আন্ডারে (স্বাধীন বিভাগের অধীনে) আমাকে নিয়ে যান, ওই ভয় থেকেই; ওই আস্থাটা কেন আমি পাচ্ছি না যে, উনারাই করবেন। উনারা দেশ চালাবেন, কিন্তু উনারা কোনো প্রভাব বিস্তার করবেন না, সে জায়গাটায় কবে যাব আমি?’
আরও পড়ুনগোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার না হলে পুলিশ সংস্কার অর্জিত হবে না: ইফতেখারুজ্জামান১ ঘণ্টা আগেপ্রথম আলো-অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা। আজ শনিবার দুপুরে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়