বিয়ের আগে থেকে কেবল কনেই রূপচর্চা করবেন, তা নয়। বরকেও নিজের ত্বক ও চুলের যত্ন নিতে হবে। নয়তো অনুষ্ঠানের দিন ঠিক প্রাণবন্ত ও নিঁখুত লাগবে না। অথচ আমাদের দেশের অধিকাংশ ছেলেরা রূপচর্চার দিক থেকে বেশ পিছিয়ে থাকেন। অনেকে অবশ্য যত্ন নেওয়ার পদ্ধতিও ঠিকঠাক জানেন না। যেহেতু বিয়ে সবার জীবনেরই একটি স্মরণীয় দিন, তাই পুরুষেরও উচিত এ দিনে যতটা সম্ভব নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। আর এজন্য আগে থেকে প্রয়োজন প্রস্তুতির।

হবু বরেরা ত্বকের যত্ন নেবেন যেভাবে

মুখ পরিষ্কার করুন
বেশিরভাগ পুরুষরাই ঠিকমতো মুখ পরিষ্কার করেন না। সকালে ঘুম থেকে উঠে, বাইরে থেকে ফিরে, রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ ধুতে হবে। নয়তো ত্বক থেকে ময়লা ও জীবাণু সহজে দূর হয় না। নিয়মিত মুখ পরিষ্কারের জন্য স্কিনটোন অনুযায়ী ভালো মানের ফেসওয়াশ ব্যবহারের অভ্যাস করতে হবে। অনেকে সামনে সাবান পেয়ে তা দিয়েই মুখ ধুয়ে ফেলেন। এটা করা যাবে না। এতে  ত্বকের পিএইচ এর মাত্রা কমে যায়। ত্বক আরও শুষ্ক হয়ে যায়।

ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং
ত্বকের যত্ন নিতে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর ত্বকে টোনার ব্যবহার করুন।  গোলাপ জলের টোনারও ব্যবহার করতে পারেন। এরপর ত্বকের ধরন অনুসারে ভালো মানের ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। নয়তো ত্বকের শুষ্কতা বাড়বে। ব্রণ হবে। 

সপ্তাহে দুই দিন এক্সফোলিয়েট করুন
ত্বকের গভীর থেকে ময়লা ও জীবাণু দূর করার জন্য ত্বকে এক্সফোলিয়েট করুন। এতে ত্বকের মৃত কোষ ও ব্ল্যাকহেডস দূর হবে। হাতে একটি ভালো মানের ফেস স্ক্রাব নিন। ভেজা মুখে বৃত্তাকার গতিতে ম্যাসাজ তা করুন। কপাল, চিবুক ও নাকের আশপাশে ভালো করে ম্যাসাজ করে স্ক্রাব করুন। এরপর পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও কোমল। 

ফেস মাস্ক
ত্বকের উজ্জ্বলতার জন্য মাঝে মাঝে ফেসমাস্ক ব্যবহার করুন। বেসন ও দুধ মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। কালচে দাগ ও পোড়া দাগ দূর করার জন্য দুধ ও টমেটোর মিশ্রণ মুখে লাগাতে পারেন। চাইলে মধু ও লেবুর রসও মুখে লাগাতে পারেন। তবে কোনো উপাদান যদি ত্বকে না মানায়, তাহলে সেটি এড়িয়ে চলুন। 

চুলের যত্ন 
চুল ভালো রাখতে নিয়মিত হট অয়েল ম্যাসাজ করুন। চুল ধোয়ার আগে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা তেল দিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। এতে চুলের গোড়া মজবুত ও মসৃণ হয়। বিয়ের আগে থেকে চুলে জেল ও স্প্রে ব্যবহার করা বন্ধ করুন। এ ধরনের পণ্য চুলের জন্য ক্ষতিকর। এর বদলে ভেষজ হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। প্রয়োজনে স্যালুনে গিয়ে হেয়ার স্পা করাতে পারেন। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মাহিমা চৌধুরী-সঞ্জয় মিশ্রা বিয়ে করেছেন?

একটি বাড়ি থেকে বেরিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্রা ও অভিনেত্রী মাহিমা চৌধুরী। লাল রঙের শাড়িতে বধূ সেজেছেন ৫২ বছর বয়েসি মাহিমা চৌধুরী। আর ক্রিম কালারের কুর্তা-কোট পরেছেন ৬২ বছরের সঞ্জয়। হাঁটতে হাঁটতে তাদের খুনসুটি করতেও দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। 

খুব দ্রুত সময়ের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি। এ ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “৫২ বছর বয়সে মাহিমা চৌধুরী বিয়ে করলেন সঞ্জয় মিশ্রাকে। এরপর তাদের বিয়ের গুঞ্জন দ্রুত ছড়াতে থাকে। এমন খবরে বিস্ময় প্রকাশ করেন নেটিজেনরা। অনেকে আবার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।  

আরো পড়ুন:

অভিনেতা সুধীর দালভি গুরুতর অসুস্থ, অর্থ সংকটে পরিবার

৯ দিনে রাশমিকার সিনেমার আয় কত?

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মাহিমা চৌধুরী ও সঞ্জয় মিশ্রার বিয়ের খবরটি সত্য নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের পরবর্তী ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ সিনেমার প্রচারণার অংশ।  

রোমান্টিক-কমেডি ঘরানার ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ সিনেমা নির্মাণ করেছেন সিদ্ধান্ত রাজ। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় মিশ্রা। ববিতা চরিত্রে দেখা যাবে মাহিমা চৌধুরীকে। তাছাড়াও অভিনয় করেছেন—শ্রীকান্ত ভার্মা, পলক লালওয়ানি, নবনী প্রমুখ।  

বাস্তব জীবনে মাহিমা ও সঞ্জয় মিশ্রার জীবনের পথ আলাদা। ব্যক্তিগত জীবনে মাহিমা বিয়ে করেছেন আর্কিটেক্ট ববি মুখার্জিকে। ২০০৬ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের আরিয়ানা নামে একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৩ সালে ভেঙে গেছে মাহিমা-ববির সংসার। এরপর কন্যাকে নিয়ে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। 

অন্যদিকে, ২০০৯ সালে কিরণ মিশ্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ অভিনেত্রী সঞ্জয় মিশ্রা। এই সুখী দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে পাল এবং লমহা নামে দুই সন্তান। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
  • যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা
  • বোনকে খুন করে লাশ বস্তায় ভরেন, পুলিশ জিজ্ঞেস করলে জানান বস্তায় গম
  • বায়ার্নের টানা ১৪ ম্যাচ জয়ের অবিশ্বাস্য রেকর্ড
  • মাহিমা চৌধুরী-সঞ্জয় মিশ্রা বিয়ে করেছেন?