চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
Published: 26th, January 2025 GMT
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে সেলিম শাহ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৩টার দিকে ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সেলিম শাহ (৫০) পশারিবুনিয়া গ্রামের মৃত দৌলাত শাহর ছেলে। পুলিশ রোববার সকালে মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে।
সেলিম শাহর স্ত্রী শাহানুর বেগমের দাবি, শনিবার রাত ১১টার দিকে তার স্বামীকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। সকালে শুনতে পান, স্বামীকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আড়াইটার দিকে পশারিবুনিয়া গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজের বসতঘরের সিঁদ কেটে দুই চোর প্রবেশ করে। তারা ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। গৃহকর্তার ছেলে মোহাম্মদ আলী মান্না টের পেয়ে প্রতিরোধ করতে গেলে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশী টের পেয়ে গ্রামবাসীকে মোবাইল ফোনে খবর দিলে তারা চোরদের ধাওয়া করে। এ সময় চোর এমাদুল হোসেনসহ অন্যরা মালপত্র নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়েন সেলিম শাহ। গ্রামবাসী তাকে সড়কে ফেলে বেধড়ক পেটায়। রাত ৩টার দিকে ঘটনাস্থলে মারা যান সেলিম।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ আনওয়ার বলেন, ঘটনাস্থল থেকে সেলিম শাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
লেনোভোর নতুন ল্যাপটপ বাজারে
দেশের বাজারে লেনেভোর তৈরি আইডিয়াপ্যাড স্লিম থ্রিআই ৮৩কেডি০০০কিউএলকে মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ৪.৭ গিগাহার্জ গতির ইন্টেলের কোর আই৩ ১০০ইউ প্রসেসরে চলা ল্যাপটপটির ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ধরা হয়েছে ৫৮ হাজার ৫০০ টাকা। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫.৩ ইঞ্চি আইপিএস পর্দার ল্যাপটপটিতে ৮ গিগাবাইট ডিডিআরফাইভ র্যাম রয়েছে, যা সর্বোচ্চ ২৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ফলে স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি সহজেই একসঙ্গে একাধিক কাজ করা যায়। ল্যাপটপটির পর্দায় ৩০০ নিটস উজ্জ্বলতার পাশাপাশি টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।
দুটি ডলবি স্পিকার ও টিপিএম ২.০ সুরক্ষা চিপযুক্ত ল্যাপটপটিতে ফুল এইচডি আইআর ক্যামেরা থাকায় স্বচ্ছন্দে অনলাইন বৈঠক করার পাশাপাশি গানও শোনা যায়। উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সমর্থন করা ল্যাপটপটিতে ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.২ সুবিধাও রয়েছে।