ফতুল্লা থানায় দায়েরকৃত ষড়যন্ত্র মূলক হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়ায় সদর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব তাইজুল ইসলাম শামীমকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজিঃ নং-বি-১৭২৪ এর কার্যালয়ে কারা মুক্ত শামীমকে বরণ করা হয়। পাশা-পাশি নারায়ণগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় নেতাদেরকে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। 

 এসময় ঢাকায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, যুগ্ন সম্পাদক জুবায়ের জাকির, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রবি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ হাওলাদার প্রমুখ। 

ফেডারেশন সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রবি বলেন,  সদ্য কারা মুক্ত তাইজুল ইসলাম শামীম সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শামীমকে শুভ কামনা জানাই এবং কারা মুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা শ্রমিক নেতাদের যে কোন মুক্তিতেই আলোকিত। আমাদের ফেডারেশনের সফলতাই ঐখানে। শ্রমিক নেতারা সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে শ্রমিকদের সেবায় ব্যস্ত থাকবে এটাই আমাদের মূল লক্ষ।

ট্রাক ইস্ট্যান দখলে ব্যর্থ হয়ে শামীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হত্যা মামলা দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় এ নেতা আরোও বলেন, পক্ষ-বিপক্ষের লোক থাকবেই এইটা আমরা তেমন গুরুত্ব দেইনা। বিশেষ করে আমাদের শ্রমিকরা নির্বাচনের মাধ্যমে যাকে চাইবে তারা তাকেই রাখবে। আইনগত বিধি ছাড়া দখলের কোন সুযোগ নাই। আমরা সকল দখলদারিত্বের বিপক্ষে অবস্থান নিয়েছি।

কারা মুক্ত তাইজুল ইসলাম শামীম বলেন, একটি মিথ্যা মামলায় আমাকে  আবু আল ইউসুফ খান টিপু আমাকে প্রায় ২ মাস জেল খাটিয়েছে। এধরণের মামলাগুলা স্টে করা হয়। এড.

সামছুন নূর বাঁধন বিএনপি পরিবারের সদস্য, এড. আবুল কালাম সাহেবের মেয়ে ও কাউছার'র বোন তার অক্লান্ত পরিশ্রমের ফলে কারা মুক্ত হতে পেরেছি। কারাগারে থাকাবস্থায় জানতে পারি কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনে আমাদের আমন্ত্রণ করা হয়েছে। যেহেতু আহ্বায়ক হাসান ভাই স্ট্রোক করেছে তাই যাওয়া হয় নাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমাদের কাছে সব কিছু জানতে চেয়েছে। আমরা তাদের অবগত করেছি। টিপু'র নেতৃত্বে ফেডারেশন থেকে একটা গ্রুপ কমিটি আনার পায়তারা চালাচ্ছে। 

সুজন মাহমুদ বলেন, তাইজুল ইসলাম শামীম ষড়যন্ত্রের শিকাড় হয়ে গত ২ মাস কারাগারে ছিলো। আজ ফেডারেশন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শামীমকে ফুল দিয়ে বরণ করে নেন। আবু আল ইউসুফ টিপু, শামীম এর কাছে ১০ লক্ষ টাকা চেয়ে না পাওয়ায়  মিথ্যা মামলা দিয়েছে। আমরা ফেডারেশনকেও অবগত করেছি। এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দগণকেও  জানাব এবং সর্বচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান করব। বিএনপির নেতা হয়ে আরেক বিএনপির নেতাকে কি ভাবে এ ধরণের মামলা দেওয়া হয়। একটি সুন্দর কমিটি গঠন যেন হয় সে প্রত্যাশা করছি। এছাড়া আওয়ামী দোসররা যেন কমিটিতে না থাকে। আপনারা দেখেছেন শামীম ওসমান ও তার ভাতিজা আজমেরী ওসমানের প্রেতাত্মারা বিগত সময় ট্রাক ইস্ট্যান দখল করে লুট-পাট করে খেয়েছে তাদের দিয়ে কমিটি করার জন্য বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য নিল নকশা করছে।


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সদস্য সচিব তাইজুল ইসলাম শামীম, মহানগর বিএনপি সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন যুগ্গ আহ্বায়ক সুজন মাহমুদ, শ্রমিক ইউনিয়ন এর যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান লিটন, সদস্য মোঃ রফিক, মোঃ হারুন, মো: আবুল কালাম, মোঃ ছাত্তার, মোঃ মন্টু প্রমুখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ ব এনপ র সদস য

এছাড়াও পড়ুন:

কারিগরি শিক্ষার্থীদের অবরোধের ঘোষণা সহিংস আন্দোলনের উসকানি: সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীরা

কারিগরি শিক্ষার্থীদের গাজীপুরে রেলপথ অবরোধের ঘোষণাকে ‘সহিংস আন্দোলনের উসকানি ও গভীর ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, আলোচনার টেবিল ছেড়ে অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না।

আজ মঙ্গলবার দুপুর ১২টার পরে বুয়েট ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বুয়েট শিক্ষার্থীরা। ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুয়েট শিক্ষার্থী জুবায়ের আহমেদ। লিখিত বক্তব্যে বলা হয়, প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন আলোচনায় বসে। দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে তারা প্রকৌশলী ও ডিপ্লোমাধারী—উভয় পক্ষকে আলোচনার টেবিলে ডাকে। সবার যুক্তিতর্ক সমানভাবে উপস্থাপনের সুযোগ করে দেয়, যাতে কারও প্রতি কোনোরূপ বৈষম্য না হয়।

লিখিত বক্তব্যে বুয়েট শিক্ষার্থীরা অভিযোগ করেন, আলোচনার টেবিলে সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও আজ গাজীপুরে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে কারিগরি শিক্ষার্থীদের পক্ষ থেকে। ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছিলেন, তাঁরাই অবরোধ ডেকে সহিংস আন্দোলনের জন্য ক্রমাগত উসকানি দিয়ে যাচ্ছেন।

আলোচনার টেবিল ছেড়ে কেন জনদুর্ভোগ করে অবরোধের উসকানি দেওয়া হচ্ছে—এমন প্রশ্ন রাখেন বুয়েট শিক্ষার্থীরা।

আলোচনার টেবিল ছেড়ে অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না বলে উল্লেখ করা হয় লিখিত বক্তব্যে। এতে বলা হয়, এগুলো শুধুই বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা ও গভীর ষড়যন্ত্র, যা প্রথাগত আন্দোলনকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে।

লিখিত বক্তব্যে বলা হয়, আলোচনার টেবিল ছেড়ে যাঁরা অবরোধ করে দেশে নৈরাজ্য তৈরির উসকানি দিচ্ছেন, তাঁদের আসল উদ্দেশ্য ও এজেন্ডা খতিয়ে দেখা দরকার।

বুয়েট শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবি আদায়ের জন্য গায়ের জোর খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে অবরোধের প্রয়োজন নেই। যৌক্তিক দাবি জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তা আমলে নিয়ে ব্যবস্থা নেবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্রের অবসান হয়নি’
  • কারিগরি শিক্ষার্থীদের অবরোধের ঘোষণা সহিংস আন্দোলনের উসকানি: সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীরা