কারামুক্ত শ্রমিক দল নেতা শামীমকে ফুল দিয়ে বরণ
Published: 5th, February 2025 GMT
ফতুল্লা থানায় দায়েরকৃত ষড়যন্ত্র মূলক হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়ায় সদর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব তাইজুল ইসলাম শামীমকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজিঃ নং-বি-১৭২৪ এর কার্যালয়ে কারা মুক্ত শামীমকে বরণ করা হয়। পাশা-পাশি নারায়ণগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় নেতাদেরকে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় ঢাকায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, যুগ্ন সম্পাদক জুবায়ের জাকির, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রবি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ হাওলাদার প্রমুখ।
ফেডারেশন সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রবি বলেন, সদ্য কারা মুক্ত তাইজুল ইসলাম শামীম সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শামীমকে শুভ কামনা জানাই এবং কারা মুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা শ্রমিক নেতাদের যে কোন মুক্তিতেই আলোকিত। আমাদের ফেডারেশনের সফলতাই ঐখানে। শ্রমিক নেতারা সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে শ্রমিকদের সেবায় ব্যস্ত থাকবে এটাই আমাদের মূল লক্ষ।
ট্রাক ইস্ট্যান দখলে ব্যর্থ হয়ে শামীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হত্যা মামলা দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় এ নেতা আরোও বলেন, পক্ষ-বিপক্ষের লোক থাকবেই এইটা আমরা তেমন গুরুত্ব দেইনা। বিশেষ করে আমাদের শ্রমিকরা নির্বাচনের মাধ্যমে যাকে চাইবে তারা তাকেই রাখবে। আইনগত বিধি ছাড়া দখলের কোন সুযোগ নাই। আমরা সকল দখলদারিত্বের বিপক্ষে অবস্থান নিয়েছি।
কারা মুক্ত তাইজুল ইসলাম শামীম বলেন, একটি মিথ্যা মামলায় আমাকে আবু আল ইউসুফ খান টিপু আমাকে প্রায় ২ মাস জেল খাটিয়েছে। এধরণের মামলাগুলা স্টে করা হয়। এড.
সুজন মাহমুদ বলেন, তাইজুল ইসলাম শামীম ষড়যন্ত্রের শিকাড় হয়ে গত ২ মাস কারাগারে ছিলো। আজ ফেডারেশন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শামীমকে ফুল দিয়ে বরণ করে নেন। আবু আল ইউসুফ টিপু, শামীম এর কাছে ১০ লক্ষ টাকা চেয়ে না পাওয়ায় মিথ্যা মামলা দিয়েছে। আমরা ফেডারেশনকেও অবগত করেছি। এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দগণকেও জানাব এবং সর্বচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান করব। বিএনপির নেতা হয়ে আরেক বিএনপির নেতাকে কি ভাবে এ ধরণের মামলা দেওয়া হয়। একটি সুন্দর কমিটি গঠন যেন হয় সে প্রত্যাশা করছি। এছাড়া আওয়ামী দোসররা যেন কমিটিতে না থাকে। আপনারা দেখেছেন শামীম ওসমান ও তার ভাতিজা আজমেরী ওসমানের প্রেতাত্মারা বিগত সময় ট্রাক ইস্ট্যান দখল করে লুট-পাট করে খেয়েছে তাদের দিয়ে কমিটি করার জন্য বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য নিল নকশা করছে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সদস্য সচিব তাইজুল ইসলাম শামীম, মহানগর বিএনপি সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন যুগ্গ আহ্বায়ক সুজন মাহমুদ, শ্রমিক ইউনিয়ন এর যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান লিটন, সদস্য মোঃ রফিক, মোঃ হারুন, মো: আবুল কালাম, মোঃ ছাত্তার, মোঃ মন্টু প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ ব এনপ র সদস য
এছাড়াও পড়ুন:
তদবিরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, ষড়যন্ত্রকারীরা আমার পেছনে লেগেছে: তথ্য উপদেষ্টা
তদবিরের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
নিজের বিরুদ্ধে ওঠা তদবির ও লবিংয়ের অভিযোগ নিয়ে সোমবার (২৮ জুলাই) রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে, আমার বিরুদ্ধে লেগেছেন।”
তথ্য উপদেষ্টা দাবি করেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বে কোনো আপস করেননি এবং প্রস্তাব পেয়ে স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে সামরিক অভিযানের ভিডিওটি ভুয়া: বাংলা ফ্যাক্ট
ভাসানী বিশ্ববিদ্যালয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ঢাবি অধ্যাপক
তিনি লেখেন, “তদবিরের কথা উঠলো যখন, একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সাথে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দিবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই। সদুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজ ও স্থগিত হয়।”
“সে ব্যক্তি কনভার্সেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সে সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই, ভাই আমরা একাজ করতে দেইনি। আর, ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে একাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেননি। ”
তিনি বলেন, “আজকাল অনেকের লেজকাটা যাচ্ছে বলে, আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে।” প্রথমে নতুন দলের কয়েকজন মহারথী জড়িত লিখলেও কিছুক্ষণ পর তা পরিবর্তন করে বিভিন্ন দলের লেখেন।
তিনি আরো লেখেন, “পুনশ্চঃ আমার নিকৃষ্ট শত্রুরাও গত ১২ মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি। বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। হাজারকোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
সংশোধনের বিষয়ে তিনি লেখেন, “বিঃদ্রঃ কয়েকটা বাক্য নিয়ে অযথাই জলঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। জুলাই কতিপয় লোকের কাছে পলিটিকাল মবিলিটির ল্যডার।একটা না কয়েকটা দলের মহারথীরাই আমার/আমাদের বিরুদ্ধে কাজ করছেন। কিন্তু, সবার এখন গুজববাজ আর সুবিধাবাদী বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার।”
ঢাকা/ইভা