রোববারের পতনের পর গতকাল সোমবার মিশ্র ধারা দেখা গেছে শেয়ারবাজারে। দর হ্রাস বা বৃদ্ধি পাওয়া শেয়ারের সংখ্যা ছিল প্রায় সমান। এর মধ্যে এ ক্যাটেগরির শেয়ারগুলোর বেশির ভাগ দর হারিয়েছে। বিপরীতে বেশির ভাগ বি ক্যাটেগরির শেয়ারদর বেড়েছে। জেড ক্যাটেগরিতে ছিল মিশ্রধারা। মূল্যসূচক ও টাকার অঙ্কে শেয়ার কেনাবেচা কিছুটা বেড়েছে।
সার্বিক হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ১৬৪টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত থেকেছে ৫১টির দর। এ ছাড়া তালিকাভুক্ত ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে ৫টির দর বৃদ্ধির বিপরীতে ১৪টির দর কমেছে, অপরিবর্তিত বাকিগুলোর দর।
পর্যালোচনায় দেখা গেছে, এ ক্যাটেগরিভুক্ত ২১৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭৭টির দর বৃদ্ধির বিপরীতে ৯২টি দর হারিয়েছে। বেশি সংখ্যক শেয়ার দর হারালেও এই ক্যাটেগরির শেয়ারগুলোর গড়ে বাজারদর বেড়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশ।

পর্যালোচনায় আরও দেখা গেছে, বি ক্যাটেগরিভুক্ত ৮৪ কোম্পানির মধ্যে ৪৪টির দর বেড়েছে, কমেছে ২৮টির। এসব শেয়ারের গড় শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৩৮ শতাংশ। জেড ক্যাটেগরিভুক্ত ৯২ কোম্পানির শেয়ারের মধ্যে সমান ৪২টি করে শেয়ারের দর বেড়েছে ও কমেছে। বাকি শেয়ারগুলোর দর অপরিবর্তিত।
সার্বিক মিশ্রধারার মধ্যে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাজারদর বেড়েছে ২৪ কোম্পানির। এর মধ্যে এ ক্যাটেগরির শেয়ার সাতটি। বি ক্যাটেগরির ৯টি এবং জেড ক্যাটেগরির আটটি। ৯ শতাংশের ওপর দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলো ছিল সোনালি পেপার, পেপার প্রসেসিং, আলহাজ টেক্সটাইল, পাওয়ার গ্রিড, খুলনা প্রিন্টিং, ইনটেক, এনার্জিপ্যাক পাওয়ার, খুলনা পাওয়ার এবং কাট্টলী টেক্সটাইল। বিপরীতে প্রায় ১০ শতাংশ হারে দর হারিয়েছে আইসিবি সোনালি প্রথম মিউচুয়াল ফান্ড এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

খাতওয়ারি শেয়ারের দর ওঠানামা পর্যালোচনায় দেখা গেছে, জ্বালানি ও বিদ্যুৎ, প্রকৌশল, ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক, চামড়া ও চামড়াজাত পণ্য, কাগজ ও ছাপাখানা, তথ্যপ্রযুক্তি খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। বস্ত্রসহ অন্যসব খাতে দেখা গেছে মিশ্রধারা। কমেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা খাতের অধিকাংশ শেয়ার। 
এমন অবস্থার মধ্যে গতকাল প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৫১৭৪ পয়েন্টে উঠেছে। আবার টাকার অঙ্কে শেয়ার কেনাবেচা সাড়ে ৪৬ কোটি টাকা বেড়ে ৪২০ কোটি ৬৫ লাখ টাকায় উন্নীত হয়েছে। সর্বাধিক ১৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে বিচ হ্যাচারির। পরের অবস্থানে থাকা আলহাজ টেক্সটাইলের পৌনে ৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: রদর ব ড় ছ দর ব ড় ছ দর ব দ ধ দর হ র র দর ব ব পর ত

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ