রিয়ালের কাছে ম্যানসিটি হারলে ‘অণ্ডকোষ’ কেটে ফেবলেন আগুয়েরো
Published: 11th, February 2025 GMT
উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই ম্যাচে ফেভারিট রিয়াল। তবে ঘরের মাঠে ম্যাচ হওয়ায় সিটিকেও পিছিয়ে রাখার সুযোগ নেই।
ম্যানসিটির সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো অবশ্য ম্যানসিটির জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তার আত্মবিশ্বাসের মাত্রাটা একটু বেশিই অবশ্য। তাইতো এই ম্যাচে রিয়ালের কাছে ম্যানসিটি হারলে নিজের অণ্ডকোষ কেটে ফেলার ঘোষণা দিয়েছেন।
বার্সা ইউনিভার্সালে এক পডকাস্টে অণ্ডকোষ কেটে ফেলার ঘোষণা দিয়ে আগুয়েরো বলেন, ‘‘রিয়াল মাদ্রিদ হারাতে পারবে না ম্যানসিটিকে। যদি তারা হারাতে পারে তাহলে আমি আমার অণ্ডকোষ কেটে ফেলবো।’’
আরো পড়ুন:
আল-নাসরে চুক্তির মেয়াদ বাড়ছে রোনালদোর
ক্লাসিকোর আগে আনচেলত্তির মাথাব্যথার কারণ গার্দিওলা
তার এমন ঘোষণা অবশ্য রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ভক্ত-সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়েছে। ম্যাচটির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। তাইতো আজ রাতে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে ইতিহাদ স্টেডিয়ামের দিকে। এরপর সার্জিও আগুয়েরোর দিকে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন